IND vs SL 2023 : আক্সার, চাহালের পারফরম্যান্স দেখে স্বস্তি পেলেন প্রাক্তন ভারত তারকা

0
19
IND vs SL 2023 : Ex-India star relieved by performance of Axar, Chahal
IND vs SL 2023 : Ex-India star relieved by performance of Axar, Chahal

IND vs SL 2023 – শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম‍্যাচে নজর কাড়তে পারেননি আক্সার প‍্যাটেল এবং যুজবেন্দ্র চাহাল। কিন্তু এরপর থেকে নিজেদের পারফরম্যান্সের উন্নতি করেছেন এই দুই ক্রিকেটার। তাদের বিশেষ করে আক্সার প‍্যাটেলের পারফরম্যান্সের দারুণ প্রশংসা করেছেন তিনি। ব‍্যাটে – বলে তার নজর কাড়া পারফরম্যান্স ভীষণ ভালো লেগেছে তার। ওয়াসিম জাফর বলেছেন,

“যুজবেন্দ্র চাহালের মধ্যে একটা ব‍্যাপার আছে। ও এক – দুই দিন খারাপ খেললেও, পরবর্তী সময়ে ভীষন শক্তিশালী হয়ে প্রত‍্যাবর্তন করে। এই সিরিজেও সেটা দেখা গেছে। এই সিরিজে দারুণ ভাবে প্রত‍্যাবর্তন করেছে। আক্সার একেবারে আলাদা পারফরম্যান্স ভালো লেগেছে। এর আগেও সিরিজ গুলোতে পাওয়ার প্লে’তে বোলিং করেছে, এবার কিন্তু ব‍্যাটটাও ভালো করছে। আক্সারের বোলিং পারফরম্যান্স আমার ভালো লাগছে। ভালো পেসে বোলিং করে। পেসটা ভালো ব‍্যবহার করে। সিরিজের প্রথম ম‌্যাচ থেকে স্পিনাররা ভালো বোলিং করে আসছে।”

সিরিজের তৃতীয় ম‍্যাচে ৯১ রান জিতেছিলো ভারত। আক্সার এবং চাহাল মিলে ৩ উইকেট নেন। (IND vs SL 2023)

প্রসঙ্গত, সিরিজের প্রথম দুই ম‌্যাচ রোমাঞ্চে ভরপুর ছিলো। কিন্তু সিরিজের তৃতীয় ম‍্যাচ একাই ফারাক গড়ে দিলো সূর্য কুমার যাদব। এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি ব‍্যাটার এদিন কেরিয়ারে বছর শুরুতে টি টোয়েন্টি সেঞ্চুরি করার নজির গড়লেন। ৫১ বলে ১১২* রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। ভারত প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত  নিয়ে ২২৯ রান তোলে বোর্ডে। ম‍্যাচে টসে জিতে ভারতের অধিনায়ক নিয়েছিলেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। (IND vs SL 2023)

কেরিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক টি টোয়েন্টি ম‍্যাচ খেলতে নেমে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন রাহুল ত্রিপাঠী। ১৬ বলে ৩৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। এরপর  আউট হয়ে যান তিনি। ৩৬ বলে ৪৬ রানের ইনিংস খেলেছিলেন শুভমান গিল। ৯ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন আক্সার প‍্যাটেল।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : সূর্যের মতো খেলতে হবে বিশাল মানসিক জোরের প্রয়োজন, মত বিশ্বকাপ জয়ী তারকার

পরবর্তী সময়ে নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস মিলে একটা দারুণ শুরুয়াত দেয় শ্রীলঙ্কা কে। দুজনে জুটিতে ৪৪ রান জোড়েন দ্রুত। কিন্তু পাওয়ার প্লে তেই তারা আউট হয়ে যায় দুজনে। এরপর আর কোনও শ্রীলঙ্কার ব‍্যাটার ব‍্যক্তিগত ভাবে ২৩ রানের কোটা পেরোতে পারেননি। শ্রীলঙ্কা অল আউট হয়ে যায় ১৩৭ রানে।

পুণেতে খারাপ বোলিং পারফরম্যান্স দেওয়া অর্শদীপ এদিন ৩ উইকেট নেন। অধিনায়ক হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল এবং উমরান মালিক দুটো করে উইকেট নেন। আক্সার প‍্যাটেল নিয়েছেন একটি উইকেট।

মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে ভারত – শ্রীলঙ্কা তিন ম‍্যাচের ওডিআই সিরিজ।

আরও পড়ুনঃ WIPL : কবে বসতে চলেছে মেয়েদের আইপিএলের নিলাম ? জানুন বিস্তারিত