IND vs SL 2023 : শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে কোহলির বাদ পড়া নিয়ে প্রশ্ন তুললেন তার ছোটবেলার কোচ

0
30
IND vs SL 2023 :
IND vs SL 2023 : "Don't know if he has been dropped, or if he himself asked for rest" - Virat Kohli's childhood coach on the Indian batter's absence from T20I squad

IND vs SL 2023 – শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে বিরাট কোহলি নিজে বিশ্রাম নিয়েছেন কিনা সেটা বুঝতে পারছেন না তার ছোটোবেলার কোচ রাজকুমার শর্মা। India News Sports কে দেওয়া সাক্ষাৎকারে রাজকুমার বোঝানোর চেষ্টা করেছেন কোনও অফিসিয়াল কনফারমেশন নেই কোহলির টি টোয়েন্টি সিরিজে না খেলার ব‍্যাপারে।

তবে রাজকুমার শর্মার ব‍্যক্তিগত বিশ্বাস বিরাট কোহলিকে বাদ দেওয়া হয়নি টি টোয়েন্টি দল থেকে, (IND vs SL 2023)

“বিরাট কোহলিকে টি টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছে কিনা সেটা স্পষ্ট নয় এখনও। কারণ এ ব‍্যাপারে কোনও ইমেল বা অফিসিয়াল কনফারমেশন নেই। আমরা জানি না যে ওকে বাদ দেওয়া হয়েছে নাকি ও নিজে বিশ্রাম চেয়েছে। আমার মনে হয় এটা না জেনে ওকে বাদ দেওয়া হয়েছে কথাটা বলা ঠিক।”

শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে বিরাট কোহলিকে বাদ দেওয়া হলেও তাকে ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে। শুধুমাত্র কোহলি নয়, তার পাশাপাশি রোহিত শর্মা এবং কে এল রাহুলকেও বাদ দেওয়া হয়েছে টি টোয়েন্টি সিরিজের দল থেকে। (IND vs SL 2023)

রাজকুমার শর্মার মতে রোহিত শর্মা, বিরাট কোহলির মতো ক্রিকেটারদের তাদের অনুমতি ছাড়া বাদ দেওয়া সম্ভব নয়। তার মতে আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপ থাকায় সিনিয়র ক্রিকেটারেরা যাতে ওডিআইতে বেশি পরিমাণে মনোযোগ দেন, এমনটাই চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অভিজ্ঞ কোচের বক্তব্য,

“এইমুহুর্তে সামনে কোনও বড়ো টি টোয়েন্টি কম্পিটিশন নেই। আগামী ৫০ ওভারের বিশ্বকাপের আগে খুব বেশি একটা সময় নেই। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলা অধিকাংশ ক্রিকেটারেরা শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজে খেলবে।

হয়তো বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে তার কারণ অধিকাংশ সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের বিশ্রাম দিয়ে জুনিয়রদের খেলার সুযোগ দেওয়া হয়েছে। আমার মনে হয় না সিনিয়র ক্রিকেটারদের সাথে কোনও আলোচনা না করেই তাদের বাদ দেওয়া হয়েছে।”

আরও পড়ুনঃ IND vs SL 2023 : দেশের সহ অধিনায়কত্ব পাওয়াটা প্রথমে বিশ্বাস হয়নি সূর্য কুমার যাদবের

জানুয়ারি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলবে ভারতীয় ক্রিকেট দল। ৩ রা জানুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে খেলা হবে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম‍্যাচ।

India squad for Sri Lanka T20Is :  (IND vs SL 2023)

Hardik Pandya (Captain), Ishan Kishan (wk), Ruturaj Gaikwad, Shubman Gill, Suryakumar Yadav (VC), Deepak Hooda, Rahul Tripathi, Sanju Samson, Washington Sundar, Yuzvendra Chahal, Axar Patel, Arshdeep Singh, Harshal Patel, Umran Malik, Shivam Mavi, Mukesh Kumar.

India squad for Sri Lanka ODIs :  (IND vs SL 2023)

Rohit Sharma (Captain), Shubman Gill, Virat Kohli, Suryakumar Yadav, Shreyas Iyer, KL Rahul (wk), Ishan Kishan (wk), Hardik Pandya (VC), Washington Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Axar Patel, Mohd. Shami, Mohd. Siraj, Umran Malik, Arshdeep Singh.

আরও পড়ুনঃ Ramiz Raja : রামিজ রাজার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড