IND vs SL 2023 : জলের বোতল বইবার জন্য নেওয়া হয়েছে কূলদীপ যাদবকে, প্রথম ওডিআই ম‍্যাচে তাকে খেলতে না দেখে চটলেন ফ্যানেরা

0
15
IND vs SL 2023 :
IND vs SL 2023 : "Do they pick him to carry the water bottle?" - Fans react as Kuldeep Yadav benched for IND vs SL 1st ODI

IND vs SL 2023 – মঙ্গলবার গুয়াহাটিতে ভারত – শ্রীলঙ্কার মধ্যে প্রথম ওয়ানডে ম‍্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা হয়নি কূলদীপ যাদবের। প্রথম পছন্দের স্পিনার হিসেবে রোহিত শর্মা ভরসা রেখেছেন যুজবেন্দ্র চাহালের উপর।

দেশের হয়ে খেলা শেষ ম‍্যাচে ম‍্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন কূলদীপ যাদব। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ৪০ রান দিয়ে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। ভারত সেই ম‍্যাচ জেতে ২২৭ রানে।

অবশ্য ম‍্যান অফ দ‍্য ম‍্যাচ হওয়ার পর কূলদীপের জাতীয় দলে স্থান না পাওয়ার বিষয়টি নতুন কিছু নয়, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এমনকি হালে বাংলাদেশের সফরে এমনটাই দেখা গেছে। এবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম‍্যাচে তাকে খেলতে না দেখে চ‍রম হতাশ হয়েছেন ফ্যানেরা। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা। (IND vs SL 2023)

আরও পড়ুনঃ IND vs SL 2023 : ভারতীয় দলে স্থান ধরে রাখার প্রতিকূলতা নিয়ে বিস্তারিত জানালেন শ্রেয়স আইয়ার

গতবছর কূলদীপ আটটি ওয়ানডে ম‍্যাচে খেলেছিলেন, এবং সেখানে ১২ উইকেট নিয়েছেন, ৪.৯৬ ইকনমি রেটে। যুজবেন্দ্র চাহাল ১৪ টা ম‍্যাচ খেলে ২১ টা উইকেট নেন ৫.৪৯ ইকনমি রেটে। (IND vs SL 2023)

গুয়াহাটিতে প্রথম ওয়ানডে ম‍্যাচে ডিউ ফ‍্যাক্টর বিরাট একটা ভূমিকা পালন করতে চলেছে, তাই রোহিত শর্মা কূলদীপ যাদবের বদলে যুজবেন্দ্র চাহালের উপর অধিক ভরসা দেখিয়েছেন। এই বিষয়টি মাথায় রেখে টসে জিতে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন সানাকা প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন। এবছর ৫০ ওভারের বিশ্বকাপের প্রস্তুতি নিতে এটা আশীর্বাদ স্বরুপ বলেই মত রোহিতের। টসের পর বলেছিলেন,

“আমরা প্রথমে ব‍্যাট করার সুযোগ পেয়ে ভীষণ খুশি। আমরাও প্রথম বোলিং করতে চেয়েছিলাম এখানে। গতকাল শিশিরে ভরা ছিলো মাঠ। একটা সময় আসবে যখন আমাদের শিশিরের মধ্যে বোলিং করতে হবে, এটাকে বিশ্বকাপে প্রস্তুতির অঙ্গ হিসেবে ধরে এগোচ্ছি আমরা।”

India (Playing XI) : (IND vs SL 2023)

Rohit Sharma(c), Shubman Gill, Virat Kohli, Shreyas Iyer, KL Rahul(w), Hardik Pandya, Axar Patel, Mohammed Shami, Umran Malik, Mohammed Siraj, Yuzvendra Chahal

আরও পড়ুনঃ Karim Benzema : বেঞ্জেমাকে চাইছে ম‍্যানচেস্টার ইউনাইটেড