IND vs SL 2023 : ইংল্যান্ডের ক্রিকেটার হলে পাহাড় প্রমাণ টাকা পেতো সানাকা 

0
29
IND vs SL 2023 Dasun Shanaka would have been paid well if he was an England cricketer
IND vs SL 2023 Dasun Shanaka would have been paid well if he was an England cricketer

IND vs SL 2023 – পুণেতে ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম‍্যাচে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন সানাকা বিধ্বংসী ইনিংস খেলেছিলেন, উদীয়মান ভারতীয় বোলিং লাইন আপের বিরুদ্ধে ২২ বলে ৫৬ বলের ইনিংস খেলেছিলেন সানাকা। দুটো চার এবং ছয়টি ছক্কা সহ এই ঝোড়ো ইনিংস খেলেছিলেন শ্রীলঙ্কার এই ব‍্যাটার।

ম‍্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। জবাবে কুশল মেন্ডিস এবং পাথুম নিশাঙ্কা প্রথম উইকেটে ৮০ রান জোড়েন। পরবর্তী সময়ে ভারত অবশ্য ম‍্যাচে প্রত‍্যাবর্তন করে। (IND vs SL 2023)

১৬ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ছিলো ৬ উইকেটে ১৩৮ রান। মনে হচ্ছিলো বড়োজোর ১৭০ রান তুলবে শ্রীলঙ্কা। কিন্তু সেখান থেকে একটা অবিস্মরণীয় কামব‍্যাক করে তারা। শ্রীলঙ্কার অধিনায়ক সানাকার দুরন্ত ব‍্যাটিং শ্রীলঙ্কা’কে ২০ ওভার শেষে ২০৬ রানে পৌঁছে দেয় ৬ উইকেটে।

সানাকার এমন ইনিংসের পর সবাই তার ভূয়সী প্রশংসা করেছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : নো বলের বন‍্যা, টি টোয়েন্টিতে লজ্জার নজির গড়লেন অর্শদীপ সিং

Sri Lanka playing xi for IND vs SL 2023 T20 Series :

Pathum Nissanka, Kusal Mendis(w), Dhananjaya de Silva, Charith Asalanka, Bhanuka Rajapaksa, Dasun Shanaka(c), Wanindu Hasaranga, Chamika Karunaratne, Maheesh Theekshana, Kasun Rajitha, Dilshan Madushanka.

India playing xi for IND vs SL 2023 T20 Series :

Ishan Kishan(w), Shubman Gill, Suryakumar Yadav, Rahul Tripathi, Hardik Pandya(c), Deepak Hooda, Axar Patel, Shivam Mavi, Umran Malik, Arshdeep Singh, Yuzvendra Chahal.

আরও পড়ুনঃ IND vs SL 2023 : অভিষেক ম‍্যাচে চোখ ধাঁধানো ক‍্যাচ নিয়ে সবাইকে স্তম্ভিত করলেন রাহুল, দেখুন ভিডিও