IND vs SL 2023 : সামিকে সানাকাকে আউট করতে দিলেন না রোহিত, দেখুন ভিডিও

0
1638
IND vs SL 2023 : Crazy scenes as Shami runs out Shanaka at non-striker end, Rohit later withdraws appeal for SL captain to hit 100, watch video
IND vs SL 2023 : Crazy scenes as Shami runs out Shanaka at non-striker end, Rohit later withdraws appeal for SL captain to hit 100, watch video

IND vs SL 2023 – মঙ্গলবার গুয়াহাটিতে দারুণ স্পোর্টস ম‍্যান স্পিরিটের পরিচয় দিয়েছেন রোহিত শর্মা। মহম্মদ সামি শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন সানাকা’কে ‘মানকাডিং’ করার চেষ্টা করলে, রোহিত শর্মা তাকে সেটা করতে দেননি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

ম‍্যাচে ভারতের দেওয়া ৩৭৪ রানের লক্ষ‍্যমাত্রা চেজ করতে নেমে একটা সময় শ্রীলঙ্কার স্কোর ছিলো ৩৮ ওভার শেষে ৮ উইকেটে ২০৬ রান। কিন্তু পরবর্তী সময় সানাকা একটা অদম্য লড়াই চালায়, এবং নবম উইকেটে রাজিথার (৯*) সাথে অপরাজিত শতরানের পার্টনারশিপ জোড়েন। (IND vs SL 2023)

শেষ ওভারের দিকে জমে উঠেছিলো খেলার মজা।সানাকা তখন ৯৮ * রানে অপরাজিত। ওই রকম একটা সময় তাকে মানকাড করে আউট করেন মহম্মদ শামি, কিন্তু ভারত অধিনায়ক রোহিত শর্মা শামির সাথে আলোচনা করে সেই আবেদন বাতিল করে দেন।

আরও পড়ুনঃ Shakib Al Hasan : ফের আম্পায়ারের সাথে ঝামেলা করে বিতর্কে সাকিব, দেখুন ভিডিও

পরবর্তী সময়ে সেঞ্চুরি করে সানাকা। শ্রীলঙ্কার কাছে এই হেরে যাওয়া ম‍্যাচে পাওনা হবে থাকবে দলের ক‍্যাপ্টেন দাসুন সানাকার সেঞ্চুরি। (IND vs SL 2023)

ম‍্যাচে টসে জিতে শ্রীলঙ্কার অধিনায়ক সানাকা প্রথমে ব‍্যাট করতে পাঠায় ভারতকে। জবাবে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৭৩ রান তুলেছিলো ভারত। কেরিয়ারের ৪৫ তম ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন কোহলি এদিন। এছাড়া শুভমান গিল এবং রোহিত শর্মা যথাক্রমে ৭০ এবং ৮৩ রান করেছিলেন। শ্রীলঙ্কার তরফে সর্বাধিক উইকেট নিয়েছেন রাজিথা, তিনটি উইকেট নিয়েছেন।

জবাবে শ্রীলঙ্কা তাদের অধিনায়ক দাসুন সানাকার লড়াকু ১০৮ * রানের সেঞ্চুরির উপর নির্ভর করে ৮ উইকেটে ৩০৬ রান করে ম‍্যাচ শেষ করে। ভারত ম‍্যাচ জেতে ৬৭ রানে। ভারতের তরফে সর্বাধিক উইকেট নিয়েছেন উমরান মালিক, ৩ টে। দুটো উইকেট তুলে নিয়ে প্রথমে লঙ্কা শিবির ধসিয়ে ছিলেন সিরাজ। একটি করে উইকেট নেন শামি, পান্ডিয়া এবং চাহাল।

এই জয়ের ফলে ৩ ম‍্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব‍্যবধানে এগিয়ে গেলো ভারত।

আরও পড়ুনঃ Prithvi Shaw : মুম্বাইয়ের হয়ে কেরিয়ারের প্রথম ত্রিশত‍রান করলেন পৃথ্বী শাহ