IND vs SL 2023 : ভারতীয় দল’কে তড়িঘড়ি হার্দিকের বিকল্প খোঁজার পরামর্শ দিলেন গম্ভীর

0
130
IND vs SL 2023 : Concerned with injuries, Gautam Gambhir raises BIG POINT, says ‘India need to quickly identify backup for Hardik Pandya replacement’
IND vs SL 2023 : Concerned with injuries, Gautam Gambhir raises BIG POINT, says ‘India need to quickly identify backup for Hardik Pandya replacement’

এই বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হবে একদিনের বিশ্বকাপ। (IND vs SL 2023) ভারতীয় ক্রিকেট বোর্ড তার প্রস্তুতিও শুরু করে দিয়েছে ইতিমধ্যে। এমন অবস্থায় ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য তথা প্রাক্তন ব্যাটার গৌতম গম্ভীর একটি অনুষ্ঠানে জানান, ভারতীয় দলের উচিত এখন থেকেই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া’র বিকল্প খুঁজে রাখা।

কার্যত, পান্ডিয়া দলে ফিরেছেন চোট সারিয়ে। পিঠের চোটের জন্য দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। পান্ডিয়া শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন ২০২২ সালে জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে। শ্রীলঙ্কা’র বিরুদ্ধে হতে চলা একদিনের ম্যাচে ভারতের সহ অধিনায়ক তিনি। (IND vs SL 2023)

এই বছরের অক্টোবর-নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। ২০১১ সালের পর ফের দেশের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকাপ। এই বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল ভারত। তবে সম্প্রতি টিম ইন্ডিয়া’র পারফরম্যান্স বেশ চাপে রেখেছে টিম ম্যানেজমেন্ট’কে। সেদিক থেকে দেখতে গেলে বিশ্বকাপ শুরু হতে ১০ মাসের মতো সময় রয়েছে হাতে। তার আগে সেট দল তৈরি করাই টার্গেট মিস্টার ডিপেন্ডেবলের কাছে। (IND vs SL 2023)

এই মুহূর্তে ব্যাট হাতে হোক বা বল হাতে, ভারতীয় দল’কে ভরসা দিচ্ছেন হার্দিক। তাই গম্ভীর মনে করেন, হার্দিকের বিকল্প হিসাবে এখন থেকেই কাউকে খুঁজে বের করা উচিত ভারতের। প্রাক্তন এই ক্রিকেটার এই প্রসঙ্গে বলেছেন,

“হার্দিক ভারতীয় দলের এখন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। ব্যাট এবং বল হাতে ভরসা দিচ্ছে। তেমনই অধিনায়ক হিসাবেও ওর পারফরম্যান্স খুবই ভালো। তবে আমার মতে হার্দিকের মতো আরও একজন ক্রিকেটার তুলে আনতে হবে ভারত’কে।”

অন্যদিকে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান মনে করেন, হার্দিক পান্ডিয়া’র জন্য বিকল্প পেস বোলার বা অলরাউন্ডার খুঁজে রাখার কোনও প্রয়োজন নেই। তার মতে এবারের বিশ্বকাপ ঘরের মাঠে হতে চলেছে তাই ভারতীয় দল একটু সুবিধা পাবেই। নিজের কথা বোঝানোর জন্য ২০১১ সালের যুবরাজ সিংয়ের পারফরম্যান্স স্মরণ করিয়ে দেন তিনি। (IND vs SL 2023)

আরও পড়ুনঃ East Bengal : আজ শহরে আসছেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশি খেলোয়াড়, খেলবেন কি ওড়িশার বিরুদ্ধে ম‍্যাচে ? জানুন বিস্তারিত

সেবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছিলেন যুবরাজ। করেছিলেন ৩৬২ রান। নিয়েছিলেন ১৫ টি উইকেট। ইরফান এই নিয়ে বলেন,

“ভারত খুব বেশি হলে দুজন স্পিনার অলরাউন্ডার রাখতে পারবে। ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও দীপক হুডা। এই প্লেয়ার’রা নির্বাচক’দের ভাবনাতে থাকতেই পারে। তবে দীপক’কে আরও বেশি রান করতে হবে।”

ইরফান আরও বলেছেন উমরান মালিকের কথা। (IND vs SL 2023) অন্যদিকে গৌতম গম্ভীর জসপ্রীত বুমরাহ’র জাতীয় দলে ফিরে আসাকে স্বাগত জানিয়ে বলেছেন,

“বিশ্বকাপে জসপ্রীত বুমরাহ অন্যতম সফল বোলার হতে চলেছেন।”

তবে গম্ভীর ও পাঠান একজন বোলারের বিষয়ে সহমত প্রকাশ করেছেন। তিনি হলেন, প্রসিদ্ধ কৃষ্ণ। তিনি তার দুর্দান্ত বোলিং দিয়ে মুগ্ধ করেছেন প্রাক্তন খেলোয়াড়’দের। তার বোলিং গতির সঙ্গে বাউন্স নজর কেড়েছে সবার। ইরফান বলেছেন,

“ভারতকে এক্সট্রা মাইলেজ দিতে পারেন কৃষ্ণ।”

আরও পড়ুনঃ IPL 2023 : পন্তের বদলে এবারের আইপিএলে দিল্লি ক‍্যাপিটালসকে নেতৃত্ব দেবেন ওয়ার্নার