IND vs SL 2023 : ভারতের টি-২০ ফরম্যাটে কি রোহিত-কোহলি যোগ শেষ, অবশেষে এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন কোচ দ্রাবিড়

0
50
IND vs SL 2023 Coach Rahul Dravid finally gave an important hint about Rohit Sharma and Virat Kohli playing in India's T20 format
IND vs SL 2023 Coach Rahul Dravid finally gave an important hint about Rohit Sharma and Virat Kohli playing in India's T20 format

গত বছর অর্থাৎ ২০২২’এ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে হেরে ভারত টুর্নামেন্ট থেকে (IND vs SL 2023) ছিটকে যাওয়ার পর থেকেই, রোহিত শর্মাবিরাট কোহলির মতো সিনিয়র ক্রিকেটারদের সংক্ষিপ্ত ফর্ম্য়াটের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়ে যায় চর্চা।

সেই জল্পনা আরও জোরদার হয় নিউজিল্যান্ড সফর ও শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজের দলে দুই সিনিয়র তারকার নাম না থাকায়। (IND vs SL 2023) রোহিতের চোট ছিল বটে, তবে কোহলিকে স্কোয়াডের বাইরে রাখা নিয়ে কোনও ব্যাখ্যা দেননি জাতীয় নির্বাচকরা।

এই অবস্থায় টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড় যে রকম ইঙ্গিত দিলেন, তাতে রোহিত-কোহলির টি-২০ ভবিষ্যৎ রীতিমতো অনিশ্চিত দেখাচ্ছে। দ্রাবিড় আলাদা করে কারও নাম নেননি। তবে বুঝিয়ে দিয়েছেন যে, ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে তারা তরুণ ক্রিকেটারদের প্রস্তুত করে তোলার দিকে নজর দিচ্ছেন।

দ্রাবিড় এও ইঙ্গিত দিয়েছেন যে, সিনিয়র ক্রিকেটারদের আপাতত ওয়ানডে ফর্ম্যাটে মনোনিবেশ করার সুযোগ দেওয়া হবে। কেনোনা চলতি বছরেই ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ খেলতে হবে টিম ইন্ডিয়াকে। (IND vs SL 2023)

পুণেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে (IND vs SL 2023) ভারতীয় দল পরাজিত হওয়ার পরে সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলেছেন –

“ইংল্যান্ডের বিরুদ্ধে (বিশ্বকাপের) সেমিফাইনালের দল থেকে মাত্র ৩-৪ জন ক্রিকেটার (শ্রীলঙ্কার বিরুদ্ধে) আমাদের প্রথম একাদশে খেলেছে। আমরা এমন একটা পর্যায়ে রয়েছি, যেখানে আমাদের নজর রয়েছে পরবর্তী টি-২০ সাইকলে।

সুতরাং, শক্তিশালী শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলা আমাদের তুলনায় তরুণ দলের কাছে একটা দারুণ সুযোগ। ভালো বিষয় হল, এই মুহূর্তে সবার নজর রয়েছে ওয়ানডে বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপে। সেই ফাঁকে এই সব ছেলেদের টি-২০’তে খেলানোর সুযোগ রয়েছে আমাদের হাতে।”

আরও পড়ুনঃ IND vs SL 2023 : ম্যাচ শেষ হওয়ার আগেই সতীর্থদের সাথে হাত মিলিয়ে বিতর্কে জড়ালেন ক্যাপ্টেন হার্দিক

প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনাল খেলা ভারতীয় দলের মাত্র চারজন ক্রিকেটার শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে মাঠে নামেন। এই চারজন ক্রিকেটার হলেন, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, সূর্যকুমার যাদব ও আর্শদীপ সিং। এতে করে এটা বোঝাই যাচ্ছে যে, টি-২০ ক্রিকেটের মূল দলটাকেই বদলে ফেলেছে ভারত। (IND vs SL 2023)

সুতরাং, দ্রাবিড়ের ইঙ্গিত যদি সত্যি হয়, তবে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে এই তরুণ ক্রিকেটারদেরই ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যদিও রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত, জসপ্রীত বুমরাহর মতো প্রতিষ্ঠিত তারকারা অবধারিতভাবেই নির্বাচক ও টিম ম্য়ানেজমেন্টের বিবেচনায় থাকবেন।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : আর্শদীপের নো বলের হ্যাট্রিকে বেজায় চটেছেন দীনেশ কার্তিক