IND vs SL 2023 : ভারত – শ্রীলঙ্কা ম‍্যাচের মাঝে ইডেনে পেলে স্মরণ, অভিনব উদ্যোগ CAB -র

0
12
IND vs SL 2023 : CAB to pay tribute to Pele during India-SL ODI at Eden Gardens
IND vs SL 2023 : CAB to pay tribute to Pele during India-SL ODI at Eden Gardens

IND vs SL 2023 – সদ‍্য প্রয়াত হয়েছেন ফুটবল সম্রাট পেলে। তাকে সন্মান জানাতে বৃহস্পতিবার ইডেনে অনুষ্ঠিত হতে চলা ভারত – শ্রীলঙ্কা ম‍্যাচে বিশেষ সন্মান জানানোর উদ‍্যোগ নিলো বাংলার ক্রিকেট সংস্থা। মাঠের জায়ান্ট স্ক্রিনে কিংবদন্তি ফুটবলারের ফুটবল ঝলক স্পষ্ট হয়ে উঠবে।

২৪ শে সেপ্টেম্বর ১৯৭৭ সালে পেলে কলকাতায় এসেছিলেন নিউ ইয়র্ক কসমসের হয়ে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে। সংশ্লিষ্ট ম‍্যাচে আমন্ত্রন জানানো হয়েছে সেই ম‍্যাচে খেলা মোহনবাগানের সকল ফুটবলার’দের। (IND vs SL 2023)

প্রাক্তন শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা ইডেনে বেল বাজিয়ে খেলা শুরু ক‍রবেন। ইনিংস ব্রেক চলাকালীন একটি লেসার শো আয়োজন করা হবে বলে জানা যাচ্ছেন। এমনটাই জানিয়েছেন সিএবির যুগ্ম সহকারী দেবব্রত দাস।

মঙ্গলবার গুয়াহাটিতে সিরিজের প্রথম ওয়ানডে ম‍্যাচে দারুণ সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। এরপ‍র থেকে টিকিটের দাম আকাশ ছুঁয়েছে। ইতিমধ্যে কলকাতার মেয়র খোদ উপস্থিত থেকে মাঠের নিরাপত্তা ব‍্যবস্থা খতিয়ে দেখছে।

নিমন্ত্রণ জানানো হয়েছে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাকী মন্ত্রী পারিষদের সদস্যদের। (IND vs SL 2023)

আরও পড়ুনঃ PSG : আজ ফের মাঠে নামছে মেসি – নেইমার জুঁটি 

প্রসঙ্গত, সিরিজের প্রথম ম‍্যাচে দারুণ জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। ওইদিন ভারতের দেওয়া ৩৭৪ রানের লক্ষ‍্যমাত্রা চেজ করতে নেমে একটা সময় শ্রীলঙ্কার স্কোর ছিলো ৩৮ ওভার শেষে ৮ উইকেটে ২০৬ রান। কিন্তু পরবর্তী সময় সানাকা একটা অদম্য লড়াই চালায়, এবং নবম উইকেটে রাজিথার (৯*) সাথে অপরাজিত শতরানের পার্টনারশিপ জোড়েন। (IND vs SL 2023)

শেষ ওভারের দিকে জমে উঠেছিলো খেলার মজা। সানাকা তখন ৯৮ * রানে অপরাজিত। ওই রকম একটা সময় তাকে মানকাড করে আউট করেন মহম্মদ শামি, কিন্তু ভারত অধিনায়ক রোহিত শর্মা শামির সাথে আলোচনা করে সেই আবেদন বাতিল করে দেন।

দাসুন সানাকার লড়াকু ১০৮ * রানের সেঞ্চুরির উপর নির্ভর করে ৮ উইকেটে ৩০৬ রান করে ম‍্যাচ শেষ করে লঙ্কা ব্রিগেড। ভারত ম‍্যাচ জেতে ৬৭ রানে। ভারতের তরফে সর্বাধিক উইকেট নিয়েছেন উমরান মালিক, ৩ টে। দুটো উইকেট তুলে নিয়ে প্রথমে লঙ্কা শিবির ধসিয়ে ছিলেন সিরাজ। একটি করে উইকেট নেন শামি, পান্ডিয়া এবং চাহাল।

আরও পড়ুনঃ Rishabh Pant : এবারের আইপিএলে খেলবেন কি ঋষভ পন্ত ? জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়