
IND vs SL 2023 – দলের অধিকাংশ সিনিয়র ক্রিকেটারেরা খেলছেন না শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে। এরকম একটা পরিস্থিতিতে ভারতের টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়কের পদে আনা হয়েছে তারকা ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। ভারতের প্রাক্তন জাতীয় দলের নির্বাচক সাবা করিমের মতে দেশের নতুন টি টোয়েন্টি দল গঠনের সময় হার্দিকের হাতে দায়িত্ব তুলে দেওয়াটা খুবই ভালো সিদ্ধান্ত।
রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুলের মতো তারকা ভারতীয় ক্রিকেটার’দের সুযোগ হয়নি শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে।মঙ্গলবার দল ঘোষণা করেছে ভারতীয় দল। অবশ্য এই তিনজন আছেন ভারতের ওয়ানডে দলে। (IND vs SL 2023)
এবিষয় India News কে দেওয়া একটি সাক্ষাৎকারে সাবা করিম বলেছেন,
“২০২৪ সালের আগে কোনও টি টোয়েন্টি বিশ্বকাপ নেই। তার আগে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করা খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। হার্দিকের কাঁধে এখন বিরাট দায়িত্ব দলকে নেতৃত্ব দেওয়ার। খুবই যুব শক্তি নির্ভর দল গঠন করেছে ভারত আসন্ন টি টোয়েন্টি সিরিজের জন্যে। ইশান কিষাণ, সঞ্জু স্যামসন, শুভমান গিল, সূর্য কুমার যাদব, দীপক হুডাদের নেওয়া হয়েছে। এখন নির্বাচকদের যাবতীয় ফোকাস ২০২৩ সালের বিশ্বকাপের দল গঠনের উপর। তাই এখন যথেষ্ট সময় ভারতের টি টোয়েন্টি দল গঠনের জন্যে।”
#TeamIndia squad for three-match T20I series against Sri Lanka.#INDvSL @mastercardindia pic.twitter.com/iXNqsMkL0Q
— BCCI (@BCCI) December 27, 2022
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে রোহিত শর্মার সহ অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়া’কে। খারাপ পারফরম্যান্স জারি থাকায় কে এল রাহুলকে ভাইস ক্যাপ্টেনের পদ থেকে সরানো হয়েছে। সদ্য নিউজিল্যান্ড সফরে ভারতকে টি টোয়েন্টি সিরিজ জিতিয়েছিলো অধিনায়ক হার্দিক পান্ডিয়া। (IND vs SL 2023)
India squad for Sri Lanka T20Is : (IND vs SL 2023)
Hardik Pandya (Captain), Ishan Kishan (wk), Ruturaj Gaikwad, Shubman Gill, Suryakumar Yadav (VC), Deepak Hooda, Rahul Tripathi, Sanju Samson, Washington Sundar, Yuzvendra Chahal, Axar Patel, Arshdeep Singh, Harshal Patel, Umran Malik, Shivam Mavi, Mukesh Kumar.
আরও পড়ুনঃ IND vs SL 2023 : শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া