Rishabh Pant : চিকিৎসার জন্যে মুম্বাইতে স্থানান্তর করা হচ্ছে ঋষভ পন্তকে

0
11
IND vs SL 2023 : BCCI to shift Rishabh Pant to Mumbai for treatment of his ligament injury
IND vs SL 2023 : BCCI to shift Rishabh Pant to Mumbai for treatment of his ligament injury

Rishabh Pant -বুধবার ভারতের তারকা উইকেট কিপার – ব‍্যাটার ঋষভ পন্তকে স্থানান্তরিত করা হচ্ছে মুম্বাইতে। তার পরবর্তী চিকিৎসার জন্য। গতবছর তিরিশে ডিসেম্বর দিল্লি – দেরাদূন এক্সপ্রেসওয়ে ভয়াবহ গাড়ি দূর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন পন্ত। এর ফলে মারাত্মক ভাবে চোট পান তিনি।

সম্প্রতি পন্তকে দেরাদূনের ম‍্যাক্স হাসপাতালের আইসিউ’তে স্থানান্তরিত করা হয়েছিলো, যাতে কোনও রকম সংক্রমণ না হয় তার। প্রিয় তারকা ক্রিকেটার কে দেখতে তার ফ‍্যানেরা এবং শুভানুধ্যায়ীদের হাসপাতালে উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। (Rishabh Pant)

দিল্লি ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট শ‍্যাম সুন্দর ANI কে জানিয়েছেন উত্তরাখন্ডে প্রথম পর্যায়ের চিকিৎসার সারার পর পন্তকে তার পরবর্তী পর্যায়ের চিকিৎসার জন্যে মুম্বাইতে নিয়ে যাওয়া হবে। (Rishabh Pant)

হাসপাতালে ভর্তি হওয়ার পন্তের চিকিৎসা দ্রুততার সাথে সাড়া হয়েছিলো। প্রতিটি বিষয় তার রিপোর্ট আসে প্রকাশ‍্যে। জানা যায় কপালে চোট, ডান হাঁটুর লিগামেন্ট ছিড়ে যাওয়া, কব্জি,‌ চেটো, গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি। (Rishabh Pant)

মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছিলো সোশ্যাল মিডিয়ায়। সেখানে রাহুল দ্রাবিড়, ভারতের স্ট‍্যান্ড ইন ক‍্যাপ্টেন হার্দিক পান্ডিয়া সহ আরো বেশ কিছু ভারতীয় ক্রিকেটারকে দেখা গেছিলো সতীর্থ ঋষভ পন্তের প্রতি আবেগে ভরা বার্তা রাখতে।

ঠিক যেমন ভাবে মাঠে লড়াই করেন পন্ত, তেমন ভাবেই জীবনযুদ্ধের মঞ্চে প্রত‍্যাবর্তন করবেন তিনি। এবিষয় ভীষণ আশাবাদী ভারতের কোচ রাহুল দ্রাবিড়।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : জয়ের কাছাকাছি পৌঁছে হেরে হতাশ শ্রীলঙ্কার অধিনায়ক সানাকা

রাহুল দ্রাবিড় বলেছেন,

“ঋষভ, আশা করি ভালো আছে, এবং দ্রুত সেরে উঠবে। গত একবছরের বেশি সময় ধরে তোমাকে দেশের হয়ে টেস্টে একের পর দারুণ সব ইনিংস খেলতে দেখেছি আমি। কতো কঠিন পরিস্থিতির মধ্যে সেই সব ইনিংস গুলো খেলেছো তুমি। তাই আমার দৃঢ় বিশ্বাস তুমি এই পরিস্থিতির মধ্যে থেকে নিজেকে বের করে আনতে সক্ষম হবে। কারণ এটাও একটা চ‍্যালেঞ্জ, এবং কিভাবে প্রত‌্যাবর্তন করতে হয় সেটা আলাদা ভাবে তোমাকে বলার নেই আমার।”

ভিডিওটতে রাহুল দ্রাবিড়ের পর বক্তব্য রেখেছেন হার্দিক পান্ডিয়া। পান্ডিয়ার বিশ্বাস পন্তের লড়াকু মানসিকতা তাকে দ্রুত মাঠে ফিরতে সাহায্য করবে। পান্ডিয়া নিজেও একটি সময় চোটের জেরে মাঠের বাইরে ছিলেন, কামব‍্যাক করতে কতোটা লড়াই করতে হয়, সেটা তার থেকে ভালো আর কার’ইবা জানার থাকবে। তিনি বলেছেন,

“তোমার দ্রুত সুস্থতা কামনা করি ঋষভ পন্ত। আমি জানি তুমি একজন যোদ্ধা। জীবন সব সময় আমাদের মর্জি মাফিক চলেনা। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আছে তোমার প্রত‍্যাবর্তনের বিষয়। এরকম তো তুমি আগেও করে দেখিয়েছো। আমার ভালোবাসা এবং শুভকামনা তোমার সাথে আছে। গোটা দেশ তোমার পাশে আছে ঋষভ। তাড়াতাড়ি সেরে ওঠো ভাই।” 

ভিডিওটিতে সূর্যকুমার যাদব, যুজবেন্দ্র চাহাল, ইশান কিষাণ এবং শুভমান গিলকেও ঋষভের প্রতি বক্তব্য রাখতে দেখা গেছে।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : পর পর ছক্কা হজম করেও রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের জয় নিশ্চিত করলেন অক্ষর, দেখুন সেই ভিডিও