IND vs SL 2023 – ভারতের টি টোয়েন্টি দলে তিন নম্বরে আরও বেশি করে ব্যাট করার সুযোগ দেওয়া উচিত রাহুল ত্রিপাঠী কে, এমনটাই মত সাবা করিমের।
করিম জানিয়েছেন, আইপিএলে খেলাকালীণ সংশ্লিষ্ট পজিশনে আরও বেশি করে রাহুলকে খেলানো উচিত। শ্রীলঙ্কার বিপক্ষে রাহুলের ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন করিম। টপ অর্ডারে এরকম ব্যাটারদের আরো বেশি করে প্রয়োজন, বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে, এরকম টাই মনে করেন করিম, তার বক্তব্য, (IND vs SL 2023)
“তিন নম্বর পজিশন টাই আদর্শ রাহুল ত্রিপাঠীর ব্যাট করার জন্য। ওখানেই সহজাত ও। আইপিএলে ওই পজিশনেই খেলে, প্রচুর রান করেছে, ভালো স্ট্রাইক রেটে। টিম ম্যানেজমেন্ট ওর উপর দারুণ আস্থা দেখিয়েছে। টপ অর্ডারের থেকে এমন পারফরম্যান্স প্রত্যাশিত করা উচিত।”
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে দারুণ ব্যাট করেছেন রাহুল। ৩৩ বছর বয়সী এই ভারতীয় ব্যাটার ১৬ বলে ৩৫ রান করেছিলেন সেই ম্যাচে।
প্রসঙ্গত, সিরিজের প্রথম দুই ম্যাচ রোমাঞ্চে ভরপুর ছিলো। কিন্তু সিরিজের তৃতীয় ম্যাচ একাই ফারাক গড়ে দিলো সূর্য কুমার যাদব। এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি ব্যাটার এদিন কেরিয়ারে বছর শুরুতে টি টোয়েন্টি সেঞ্চুরি করার নজির গড়লেন। ৫১ বলে ১১২* রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ২২৯ রান তোলে বোর্ডে। ম্যাচে টসে জিতে ভারতের অধিনায়ক নিয়েছিলেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। (IND vs SL 2023)
Rahul Tripathi is a proper team player 🇮🇳❤️#CricketTwitter #indvssl pic.twitter.com/VCmCpvGhxJ
— Sportskeeda (@Sportskeeda) January 7, 2023
আরও পড়ুনঃ IND vs SL 2023 : হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সির ভূয়সী প্রশংসা করেছেন সাবা করিম
কেরিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন রাহুল ত্রিপাঠী। ১৬ বলে ৩৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। এরপর আউট হয়ে যান তিনি। ৩৬ বলে ৪৬ রানের ইনিংস খেলেছিলেন শুভমান গিল। ৯ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন আক্সার প্যাটেল।
পরবর্তী সময়ে নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস মিলে একটা দারুণ শুরুয়াত দেয় শ্রীলঙ্কা কে। দুজনে জুটিতে ৪৪ রান জোড়েন দ্রুত। কিন্তু পাওয়ার প্লে তেই তারা আউট হয়ে যায় দুজনে। এরপর আর কোনও শ্রীলঙ্কার ব্যাটার ব্যক্তিগত ভাবে ২৩ রানের কোটা পেরোতে পারেননি। শ্রীলঙ্কা অল আউট হয়ে যায় ১৩৭ রানে।
পুণেতে খারাপ বোলিং পারফরম্যান্স দেওয়া অর্শদীপ এদিন ৩ উইকেট নেন। অধিনায়ক হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল এবং উমরান মালিক দুটো করে উইকেট নেন। আক্সার প্যাটেল নিয়েছেন একটি উইকেট।
মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে ভারত – শ্রীলঙ্কা তিন ম্যাচের ওডিআই সিরিজ।
আরও পড়ুনঃ Suryakumar Yadav : কোহলির ইনস্টা স্টোরিতে তিনি, মজা পেলে সূর্য কুমার যাদব, দেখুন ভিডিও