IND vs SL 2023 : পর পর ছক্কা হজম করেও রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের জয় নিশ্চিত করলেন অক্ষর, দেখুন সেই ভিডিও

0
434
IND vs SL 2023 : Axar Patel defends 12 in last over against all odds, snatches thrilling win for India in 1st T20I vs Sri Lanka (Watch)
IND vs SL 2023 : Axar Patel defends 12 in last over against all odds, snatches thrilling win for India in 1st T20I vs Sri Lanka (Watch)

শ্রীলঙ্কা’র বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে (IND vs SL 2023) নিজের প্রথম ওভারে একটিও ডট বল করতে পারেননি অক্ষর প্যাটেল। ৫ টি সিঙ্গল এবং ১ টি বাউন্ডারি সহ মোট ৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দ্বিতীয় ওভারে বল করতে গিয়ে আরও ১২ রান খরচ করেন অক্ষর। হজম করেন ১ টি ছক্কা। সুতরাং, প্যাটেল ২ ওভারে মোট ২১ রান উপহার দেন প্রতিপক্ষ’কে।

উল্লেখযোগ্য বিষয় হল, ১২ টি বলের মধ্যে মোটে ১ টি বলে কোনও রান খরচ করেননি তিনি। সুতরাং বোঝাই যাচ্ছে যে অক্ষর প্যাটেল’কে অনায়াসে সামলাচ্ছিলেন শ্রীলঙ্কা’র ব্যাটসম্যান’রা। সঙ্গত কারণেই ইনিংসের ১২ তম ওভারের পরে অক্ষর’কে সাময়িকভাবে বোলিং আক্রমণ থেকে বিরত করে টিম ইন্ডিয়া। (IND vs SL 2023)

যদিও সকল’কে অবাক করে দিয়ে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া একেবারে শেষ ওভারে বল করতে ডাকেন অক্ষর’কে। জয়ের জন্য শেষ ওভারে শ্রীলঙ্কা’র দরকার ছিল ১৩ রান। হাতে ছিল ২ টি উইকেট। ক্রিজে অপরাজিত ছিলেন চামিকা করুণাত্নে, যিনি ১৯ তম ওভারে হার্ষাল প্যাটেল’কে একটি ছক্কা হাঁকান। ১৯ তম ওভারে শ্রীলঙ্কা ১৬ রান সংগ্রহ করে। সুতরাং, শেষ ওভারে ১৩ রান তুলে তাদের ম্যাচ জেতা মোটেই অসম্ভব দেখাচ্ছিল না।

হার্দিক নিজে ৩ ওভারে মাত্র ১২ রান খরচ করেন। সুতরাং, শেষ ওভারে তিনি নিজে বল করতে আসবেন বলে মনে করা হচ্ছিল। ২ ওভার বাকি ছিল অভিজ্ঞ চাহালেরও, যদিও তিনি যথেষ্ট মার খেয়েছিলেন। (IND vs SL 2023) চাহাল ২ ওভারে ২৬ রান খরচ করেন। তবে পান্ডিয়া আস্থা রাখেন অক্ষরের উপর।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : গত ৬ বছর ধরে এই মুহূর্ত’টারই অপেক্ষা করেছেন তিনি, স্বপ্ন পূরণের দিন নিজের মনের কথা জানালেন শিবম মাভি

শুরুতেই ওয়াইড বল করে অক্ষর ভারতের উপর চাপ আরও বাড়িয়ে তোলেন। প্যাটেল পুনরায় প্রথম বল করলে ১ রান নেন রজিথা। দ্বিতীয় বলে কোনও রান ওঠেনি। তৃতীয় বলে ছক্কা হাঁকান করুণারত্নে। সুতরাং, জয়ের জন্য শেষ ৩ বলে ৫ রান প্রয়োজন ছিল শ্রীলঙ্কা’র।

চতুর্থ বলে কোনও রান খরচ করেননি অক্ষর। পঞ্চম বলে ২ রান নেওয়ার চেষ্টায় রান-আউট হন কাসুন রজিথা। শেষ বলে ২ রান নিতে গিয়ে রান-আউট হন দিলশান মাদুশাঙ্কা। (IND vs SL 2023)

শেষ ওভারে শ্রীলঙ্কা ১০ রান তোলে ও ২টি উইকেট হারায়। ভারতের ৫ উইকেটে ১৬২ রানের জবাবে শ্রীলঙ্কা অল-আউট হয় ১৬০ রানে। ২ রানের সংক্ষিপ্ত ব্যবধানে উত্তেজক জয় তুলে নেয় ভারত। অক্ষর উইকেট না পেলেও ৩ ওভারে খরচ করেন ৩১ রান।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : এই বিশেষ কারণে দলকে বিপদে ঠেলার ঝুঁকি নিচ্ছেন হার্দিক পান্ডিয়া