IND vs SL 2023 : এমন খেলায় আত্মবিশ্বাস বাড়বে দীপক হুডার, মনে করে ভারতের বিশ্বকাপ জয়ী তারকা

0
27
IND vs SL 2023 : A game like this will boost Deepak Hooda's confidence, feels India's World Cup-winning star Gautam Gambhir
IND vs SL 2023 : A game like this will boost Deepak Hooda's confidence, feels India's World Cup-winning star Gautam Gambhir

IND vs SL 2023 – মঙ্গলবার দীপক হুডা’র ম‍্যাচ উইনিং নক তার আত্মবিশ্বাস’কে আরো দ্বিগুণ করবে, এমনটাই মনে করেন গৌতম গম্ভীর। গম্ভীর বলেছেন,

“মঙ্গলবার যে ইনিংসটা দীপক হুডা খেলেছেন, এর থেকে সে আরো আত্মবিশ্বাস পাবে। যদি ভারতীয় ক্রিকেট দল ছয় বা সাত নম্বরে দীপক কে ধরে রেখে পরবর্তী সময় দল গড়ার কাজ করে তাহলে তাদের নিয়মিত ভাবে দীপক কে খেলার সুযোগ দেওয়া উচিত।”

আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলতে দেখা যায় দীপক হুডাকে, যে ফ্রাঞ্চাইজির মেন্টর গৌতম গম্ভীর। গম্ভীরের মতে হুডার নিয়মিত আইপিএল এবং জাতীয় দলের হয়ে ফিনিসারের ভূমিকা পালন করা উচিত। (IND vs SL 2023) তার বক্তব্য,

“তিন, চারে ব‍্যাট করা খুবই সহজ, কিন্তু ছয় নম্বরে একজন স্পেশালিস্ট ব‍্যাটারের প্রয়োজন, যে ধারাবাহিক ভাবে ওই একই পজিশনে খেলে যাবে, সে আইপিএল হোক বা জাতীয় দল।”

এখনও অবধি নিজের খেলা ১৩ টা ইনিংসের মধ্যে ছয় বার ৬-৭ নম্বরে ব‍্যাট করেছেন, মঙ্গলবার ৪১ রানের ইনিংস টা এখনো অবধি তার এই পজিশনে খেলা সর্বোচ্চ স্কোর।

আরও পড়ুনঃ Gerard Pique : অবসর ভেঙে ফের মাঠে নামার পরিকল্পনা করছেন জেরার্ড পিকে

এদিন, অভিষেক ম‍্যাচে চার উইকেট নিয়ে নজর কাড়লেন শিবম মাভি, শেষে আক্সার প‍্যাটেলের রুদ্ধশ্বাস শেষ ওভারের বোলিং দিয়ে শ্রীলঙ্কা কে ২ রানে হারিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম‍্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রথম ম‍্যাচে জয় দিয়ে নতুন বছর শুরু করলো ভারতীয় ক্রিকেট দল। (IND vs SL 2023)

টসে জিতে ভারতকে ব‍্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। প্রথম দিকে ইশান কিষাণ (২৯ বলে ৩৭ রান) এবং ‌অধিনায়ক হার্দিক পান্ডিয়া (২৭ বলে ২৯ রান) পরবর্তী সময়ে দীপক হুডা এবং আক্সার প‍্যাটেলের ৬৮ রানের পার্টনারশিপের উপর নির্ভর করে ১৬২ রান তোলে ভারত। পরবর্তী সময়ে দাপুটে পারফরম্যান্স দেয় ভারতীয় ক্রিকেট দলের বোলাররা।

অভিষেক ম‍্যাচে নজ‍রকাড়া বোলিং করেন শিবম মাভি, ২২ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম দুই ওভারে ধনঞ্জয় ডি’সিলভা এবং পাথুম নিশাঙ্কার উইকেট তুলে নেন মাভি। এরপর ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং চারিথ আসালাঙ্কার উইকেট নিজের দখলে রেখেছিলো এই অভিষেক করা টি টোয়েন্টি বোলার। এছাড়া উমরান মালিক এবং হর্ষল প‍্যাটেল দুটো করে উইকেট নেন।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : আগামী দিন গুলোয় ভারত দীপক হুডাকে কিভাবে ব‍্যবহার করে, সেটা দেখার অপেক্ষায় আছেন গম্ভীর