IND vs PAK : পুনরায় চেয়ারম্যান পদে বহাল হওয়ার পরেই ভারত-পাকিস্তান তিক্ততা নিয়ে মুখ খুললেন নাজাম শেঠি

0
16
IND vs PAK : New PCB in charge drops massive comment on India vs Pakistan cricket ties
IND vs PAK : New PCB in charge drops massive comment on India vs Pakistan cricket ties

২০০৮ সালে মুম্বাইয়ের তাজ হোটেলে জঙ্গি হামলার পর থেকে, (IND vs PAK) পাকিস্তান সফর বন্ধ করেছে ভারতীয় ক্রিকেট দল। এরপর ২০০৯ সালে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ’ও বাতিল হয়। ২০০৮ সালের এশিয়া কাপ থেকে বন্ধ দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ।

শেষ ১০ বছরে মাত্র একবার ভারতের মাটিতে খেলতে এসেছিল পাকিস্তান দল। ২০১২ সালে একদিনের ম্যাচ খেলতে আসে পাক দল। ব্যাস ওই পর্যন্তই। এরপর আর ভারতের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে কোনও দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। (IND vs PAK)

শুধুমাত্র আন্তর্জাতিক ক্ষেত্রে এশিয়া কাপ বা আইসিসি’র তত্ত্বাবধানে কোনও টুর্নামেন্টে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। এরপর সদ্যই নতুন করে বিতর্কের দানা বেধেছিল বিসিসিআই সচিব জয় শাহ’র সম্প্রতি করা একটি মন্তব্য নিয়ে। তিনি বলেছিলেন, ২০২৩ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে অংশগ্রহণ করবে না ভারতীয় ক্রিকেট দল। কোনও নিরপেক্ষ স্থানে খেলা আয়োজন করা হলে তবেই প্রতিযোগিতায় নামবে মেন ইন ব্লু।

প্রত্যুত্তরে তৎকালীন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা বলেছিলেন, ভারতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে তারা দল নামাবে না, যদিনা ভারত পাকিস্তানে আসে। (IND vs PAK)

এই তিক্ত আবহাওয়ার মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পরিচালন সমিতি’র প্রধান হয়েছেন নাজাম শেঠি।  রামিজ রাজা’কে পিসিবি প্রধানের পদ থেকে অপসারণ করার পর শেঠি’কে আগামী চার মাসের জন্য ১৪ সদস্যের কমিটি’র চেয়ারম্যান নিযুক্ত করেছে পাকিস্তান বোর্ড। (IND vs PAK)

গত বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্কের ক্ষেত্রে তিনি সরকারের পরামর্শ অনুযায়ী কাজ করবেন। তিনি বলেন,

“পাকিস্তান ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক এবং অন্যান্য ক্রিকেট সম্পর্কের ক্ষেত্রে উভয় দেশের সরকার’কে উদ্যোগী হতে হবে।”

আরও পড়ুনঃ IPL 2023 Auction : কোহলি, ধোনি’কে টপকে আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার এখন স‍্যাম কারাণ

শেঠি এটাও স্পষ্ট করেছেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী বিভাগীয় দল এবং আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন গুলি নতুন করে তৈরি করতে চান তিনি। তিনি বলেন,

“বিভাগীয় ক্রিকেট’কে পুনরুজ্জীবিত করতে আমারা অগ্রাধিকার দিচ্ছি। কারণ গত চার বছরে আমরা বেকারত্বের ভয়াবহ বৃদ্ধি এবং ক্রিকেটে প্রতিভার দুর্ভিক্ষ দেখেছি। পুরনো সিস্টেম আমাদের জন্য ভালো কাজ করেছে এবং আমরা ঘরোয়া ক্রিকেট থেকে খেলোয়াড়ও পেয়েছি। তবে মনে হচ্ছে আজকাল শুধু পিসিএল থেকে খেলোয়াড় পাচ্ছি।”

শেঠি মনে করিয়ে দিয়েছেন যে পাকিস্তান সুপার লিগ চালু করার এবং আন্তর্জাতিক দলগুলি’কে পাকিস্তানে খেলার জন্য রাজি করানোর সব কাজ তার শেষ মেয়াদে করা হয়েছিল। প্রসঙ্গত, ২০১৮ সালে ইমরান খানের সরকার আসার আগে পর্যন্ত ২০১৩ থেকে তিনি চেয়ারম্যানের পদ সামলেছিলেন। (IND vs PAK)

শেঠি বলেন,

“এটা ভালো যে সব দলই এখন পাকিস্তান সফর করছে এবং নিউজিল্যান্ড দলের সফর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে আমাদের ঘরোয়া ক্রিকেট থেকে প্রতিভা জাতীয় দলের প্রেরণ করার প্রক্রিয়া সুন্দরভাবে করতে হবে।”

প্রসঙ্গত, ইংল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক টেস্ট সিরিজে পাকিস্তান ০-৩ ব্যবধানে হেরে যাওয়ায় দল নির্বাচনের সমস্যা ও পারফরম্যান্স নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শেঠি। 

আরও পড়ুনঃ IPL 2023 Auction : পাঁচ বারের আইপিএল চ‍্যাম্পিয়ান মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিলেন ক‍্যামেরুন গ্রিন