Ind vs Pak – বিরাট কোহলির খেলা আইকনিক ইনিংসের স্মৃতি ফেরালেন জেমিমাহ রডরিগেজ। গতবছর টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে একটি মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। ভারতের প্রাক্তন অধিনায়ক চিরপ্রতিদ্বন্দ্বী দেশের বিরুদ্ধে ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেছিলেন, যার সাহায্যে ম্যাচে ভারত ৪ উইকেটে জয় পেয়েছিলো ম্যাচে।
এবার মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচেও এই একই কীর্তির স্মৃতি ফেরালেন জেমিমাহ, তিনিও শেষ অবধি টিকে থেকে ভারতকে ম্যাচ জিতিয়েছেন একটা দুর্দান্ত হাফ সেঞ্চুরির ইনিংস খেলে। এর ফলে ভারত পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দারুণ ভাবে টি টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করে। (Ind vs Pak)
তবে চমকের শেষ এখানে নয়। এই ইনিংস খেলার পথে বিরাট কোহলির মতো খান চারেক শট খেলেছিলেন জেমিমাহ। এই সমস্ত শট গুলো কোহলি মেলবোর্নে ওইদিন পাকিস্তানের বিপক্ষে অসামান্য ইনিংস খেলার পথে মেরেছিলেন। (Ind vs Pak)
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : দ্বিতীয় টেস্টে ওয়ার্নারকে বাদ দেওয়ার দাবী জানালেন জনসন
বিরাট কোহলির মতো জেমিমাহ দুটো চার অফ সাইডে এবং দুটো লেগ সাইড মেরেছিলেন। এমনকি পাকিস্তানকে হারানোর পর জেমিমাহ রডরিগেজের সেলিব্রেশনটাও বিরাট কোহলির মতোন ছিলো। পরবর্তী সময়ে বিষয়টির ভিডিও সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়েছিলো।
৩৮ বলে ৫৩* রান করে অপরাজিত ছিলেন জেমিমাহ রডরিগেজ। মেরেছেন ৮ টা চার। চতুর্থ উইকেটে অপরাজিত ৫৮ রান জোড়েন রিচা ঘোষের সাথে। এর ফলে ১৯ ওভারে ১৫০ রানের টার্গেট তুলে ফেলে ভারত।