Ind vs Pak : জেমিমাহ, রিচার দুরন্ত পারফরম্যান্স, পাকিস্তানকে ওড়ালো ভারত

0
33
IND vs PAK Jemimah Rodriguez and Richa Ghosh's stunning performance, India beat Pakistan
IND vs PAK Jemimah Rodriguez and Richa Ghosh's stunning performance, India beat Pakistan

Ind vs Pak – নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার বছর খানেকের মধ্যে কেপটাউনে পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপের ম‍্যাচে ভারতের জয়লাভ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, জেমিমাহ রগরিগেজের জাতীয় দলে প্রত‍্যাবর্তনটা অসাধারণ।

ম‍্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরুতেই ভারতকে একটা দারুণ শরুয়াত এনে দেয় দীপ্তি শর্মা, ম‍্যাচের দ্বিতীয় ওভারে জাভেরিয়া খানের উইকেট তুলে নিয়ে। এরপর পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মারুফ পাকিস্তানকে পাওয়ার প্লেতে দ্রুত কিছু রান তুলতে সাহায্য করে। (Ind vs Pak)

ফিল্ড রেস্ট্রিকশনের পালা শেষ হতেই ভারত ফেরে মেজাজে। রাধা যাদব এবং পূজা বস্ত্রকার দ্রুত দুই উইকেট তুলে নেয়। এরপর রাধা আমিনের উইকেট ও নেন, এরফলে ৬৮ রানে ৪ উইকেট হারিয়ে মারাত্মক চাপে পড়ে যায় উমেন ইন গ্রীন। (Ind vs Pak)

পরবর্তী সময়ে পাকিস্তানের উদীয়মান তারকা আয়েশা নাশীমের ২৫ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংসের উপর নির্ভর করে ১৪৯ রান তোলে পাকিস্তান। অধিনায়ক বিসমাহ ৫৫ বলে ৬৮ রান করে অপরাজিত।

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : নাগপুরে ঝোড়ো ইনিংস খেলার পথে আক্সারের কথা কানে না তোলার কারণ বললেন শামি

রানতাড়া করতে নেমে য়শ্তিকা ভাটিয়া এবং শেফালী ভার্মা প্রথম উইকেটে ৩৮ রান তোলে। য়শ্তিকা আউট হওয়ার পর শেফালী ভার্মা ব‍্যাট করতে নেমে দারুণ খেলে। ২৫ বলে ৩৩ রান করে আউট হন। ১৬ রান করে আউট হন অধিনায়ক হরমনপ্রীত কউর।

পরবর্তী সময়ে ভারতের রান তোলার গতিতে লাগাম দেয় পাকিস্তান। কিন্তু কঠিন সময় জেমিমাহ রডরিগেজ এবং রিচা ঘোষ অপরাজিত ৫৮ রান পার্টনারশিপ জুড়ে ভারতকে জয়ের পথ দেখায়। ৩৮ বলে ৫৩ রান করেন জেমিমাহ রডরিগেজ, রিচা ২০ বলে ৩১ রান করেন রিচা। ভারত জয় পায় ৭ উইকেটে।

শুক্রবার পরবর্তী ম‍্যাচে কেপটাউনে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।

আরও পড়ুনঃ Babar Azam : পাক ক‍্যাপ্টেন বাবর আজমকে বিয়ের প্রস্তাব দিলেন সতীর্থ হাসান আলী