IND vs PAK – ২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ফের আরেকবার মুখোমুখি হতে চলেছে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত – পাকিস্তান। এই টি টোয়েন্টি টুর্নামেন্টের নবম সংস্করণ খেলা হবে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ জুড়ে। বিরাট দর্শক সমাগমের বিষয়টি মাথায় রেখে এই মেগাম্যাচটি আমেরিকায় অনুষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে। আমেরিকায় ভারত এবং পাকিস্তানের প্রচুর সংখ্যক লোক বাস করে।
সম্প্রতি আমেরিকার ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট অতুল রাই PTI কে ভারত – পাক টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজনের বিষয়ে বলেছেন, (IND vs PAK)
“এই ম্যাচ টাও আমেরিকাতে আয়োজন করা হবে বলে ধরা হচ্ছে, কারণ ইতিমধ্যে ফ্লোরিডায় অনুষ্ঠিত হতে চলা ভারত – ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টি টোয়েন্টি ম্যাচের টিকিট সব বিক্রি হয়ে গেছে। আইসিসির ইভেন্ট টিম, যার প্রধান দায়িত্বে আছেন ক্রিস টেটলে, গতবছর মে মাসে আমেরিকার বিভিন্ন শহরে ঘুরে ঘুরে মাঠ দেখে গেছেন। এরপর ডিসেম্বরেও এসেছিল তারা।” (IND vs PAK)
ভারত – পাকিস্তান কখনও আমেরিকায় কোনও ম্যাচে একে অপরের মুখোমুখি হয়নি। নব্বইয়ের দশকে সাহার কাপ খেলতো এই দুই দেশ, কানাডাতে। ভারত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বেশ কিছু টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলো আমেরিকায়। ২০১৬ সালে মেন ইন ব্লু দুটো টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলো সেদেশে। এরপর ২০১৯ সালে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ খেলা হয়েছিল আমেরিকায়। ২০২২ সালে ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ খেলা হয়েছিল আমেরিকায়।
এখনো আইসিসির তরফে টি টোয়েন্টি বিশ্বকাপের ক্রীড়াসূচী ঘোষণা করা হয়নি। গতবছর টি টোয়েন্টি মেলবোর্নে বিরাট কোহলির অসামান্য ব্যাটিং পারফরম্যান্সের উপর নির্ভর করে ভারত অসামান্য জয়লাভ করেছিলো পাকিস্তানের বিপক্ষে। তবে ভারতের জার্নি শেষ হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে। শেষ অবধি পাকিস্তান কে হারিয়ে ইংল্যান্ড জিতে নেয় টি টোয়েন্টি বিশ্বকাপ। (IND vs PAK)
২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই ভারত – পাকিস্তানের মুখোমুখি হওয়ার প্রবল সম্ভাবনা আছে। ২০২৩ সালের এশিয়া কাপ, তারপর ৫০ ওভারের বিশ্বকাপে মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। অবশ্য পাকিস্তান ভারত বিশ্বকাপ খেলতে আসবেনা বলে হুমকি দিয়েছিলো, তবে এখনো কিছু সরকারি ভাবে জানানো হয়নি।
আরও পড়ুনঃ Ravindra Jadeja : বিশেষ কীর্তি জুড়ে CSK ফ্যানেদের মন জয় করে নিলেন রবীন্দ্র জাদেজা