Indian Cricket Team Diwali – Virat Kohli Diwali Wishes: সোমবার সিডনিতে পৌঁছে গেছে ভারতীয় ক্রিকেট দল (IND vs PAK 2022)। এবার গোটা দলের যাবতীয় লক্ষ্য নেদারল্যান্ডস ম্যাচ।বৃহস্পতিবার সেই ম্যাচ।তার আগে আজ Virat Kohli, Deepak Hooda, Ravindra Jadeja, এবং Yuzvendra Chahal ‘রা দেশবাসী’কে শুভ দীপাবলি’র শুভেচ্ছা জানিয়েছেন।
হিন্দু পুরাণ অনুযায়ী আজকের দিনে ১৪ বছর বণবাস কাটিয়ে রাবণ বধের পর ভগবান রাম, সীতা, লক্ষণ ফিরে এসেছিলেন অযোধ্যায়। লঙ্কার রাজা’কে দমন করে রামের প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখতে গোটা অযোধ্যা প্রদীপ, লন্ঠনে আলোকিত করে রেখেছিলো অযোধ্যা বাসী। সেই ঐতিহ্য এখনও বজায় আছে দিপাবলী নামে। (IND vs PAK 2022)
Here’s wishing everyone a Happy Diwali. 🪔 #TeamIndia pic.twitter.com/dYf8wMEz6W
— BCCI (@BCCI) October 24, 2022
ভারতের রোববার পাক বধের নায়ক বিরাট কোহলি সহ ভারতীয় ক্রিকেট দলের একাধিক সদস্য এবং ভারতীয় ক্রিকেট বোর্ড এদিন দেশবাসী’কে শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। (IND vs PAK 2022)




রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তান’কে ৪ উইকেটে হারিয়ে দেয় ভারত। এরপর সিডনিতে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল। সোমবার ছুঁটি রোহিতদের, টিম হোটেলেই দিপাবলী উৎসবে মাতবে টিম ইন্ডিয়া। (IND vs PAK 2022)
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান’কে হারানোর পর আপাতত দুই নম্বর গ্রুপের শীর্ষ স্থানে আছে ভারত। এরপর নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিরাট ব্যবধানে জয় পাওয়াটাই অন্যতম লক্ষ্য হতে চলেছে রোহিত ব্রিগেডের কাছে। কারণ রানরেট টা বাড়িয়ে রাখলে আখেরে লাভ হবে দলের।
সুপার টুয়েলভের দুই নম্বর গ্রুপে ভারত, পাকিস্তান ছাড়া আছে বাংলাদেশ, সাউথ আফ্রিকা এবং প্রথম রাউন্ড থেকে উঠে আসা নেদারল্যান্ডস এবং জিম্বাবোয়ে।
দীর্ঘ ১৫ বছর হলো টি ২০ বিশ্বকাপ জেতেনি টিম ইন্ডিয়া। এবছর রোহিত শর্মা নেতৃত্বাধীন প্রবল শক্তিশালী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম লক্ষ্য দ্বিতীয় বারের মতো ট্রফি জিতে দেশের মানুষের মুখে হাসি ফোটানো।
ফের পাকিস্তানের বিরুদ্ধে একটা অবিশ্বাস্য ইনিংস খেলেছেন বিরাট কোহলি। এদিনের ইনিংসটাকে নিঃসন্দেহে তার কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস বলা চলে নিঃসন্দেহে। জয়ের লক্ষ্যে রানতাড়া করতে নেমে একটা সময় ভারতীয় দলের স্কোর হয়ে দাড়িয়েছিলো ৪ উইকেটে ৩১ রান। এরপর হার্দিক পান্ডিয়ার সাথে ১১৩ রানের দুরন্ত পার্টনারশিপ জোড়েন কোহলি, ৩৭ বলে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন এদিন হার্দিক।
জয়ের জন্য শেষ ৩ ওভারে ভারতীয় ক্রিকেট দলের প্রয়োজন ছিলো ৪৮ রান। এরপর রান করার গতি বদলান কোহলি, খেলতে থাকেন একের পর এক দারুণ সব শট। সব পাকিস্তানের বোলাররাই এদিন সমান ধোলাই খেয়েছেন কোহলির কাছে। ৫৩ বলে ৮২* রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি এদিন। শেষ বলে অশ্বিন মিড অফে একটি উচিয়ে শট খেলে নিশ্চিত করেন দলের জয়।
অসাধ্য সাধনের পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি কোহলি। সতীর্থ’দের উষ্ণ আলিঙ্গনে কেরিয়ারের ঐতিহাসিক ইনিংস’টা খেলে এদিন মাঠ ছাড়লেন তিনি।