IND vs PAK 2022 – চলতি টি ২০ বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়ার কাজে ব্যস্ত আছেন সুনীল গাভাস্কার। রোববার ভারত – পাক ম্যাচে ধারাভাষ্য দিতে মেলবোর্নে উপস্থিত ছিলেন তিনি। ম্যাচে মহাক্যাবিক ইনিংস খেলে দেশের জয় নিশ্চিত করেছিলেন বিরাট কোহলি।
এমন রুদ্ধশ্বাস ম্যাচে দেশকে জিততে নিজের আবেগ দমিয়ে রাখতে পারলেন না তিরাশির বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য। তার বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল। সুনীলের পাশে ছিলেন ইরফান পাঠান, তিনি’ও মজায় মেতে উঠেছিলেন।
The celebration by Sunil Gavaskar is gold. pic.twitter.com/5RkFtEJ1nx
— Johns. (@CricCrazyJohns) October 23, 2022
At a loss for words… Wouldn’t have preferred anyone else with me out there @imVkohli 👑🫡 One of the best games of my life 🇮🇳 pic.twitter.com/jWge1qy5lj
— hardik pandya (@hardikpandya7) October 23, 2022
# মহাকাব্যিক ইনিংস খেলে দেশকে পাক ম্যাচ জয় উপহার দিলেন কোহলি
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এদিন দাপুটে ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। তার দুর্ধর্ষ ৮২ রানের ইনিংস ভারতকে ম্যাচে জিততে সাহায্য করেছে।দুই দলের রুদ্ধশ্বাস লড়াই এদিন এক অন্যমাত্রা ছুঁয়েছিলো। (IND vs PAK 2022)
দীর্ঘ ১৫ বছর হলো টি ২০ বিশ্বকাপ জেতেনি টিম ইন্ডিয়া। এবছর রোহিত শর্মা নেতৃত্বাধীন প্রবল শক্তিশালী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম লক্ষ্য দ্বিতীয় বারের মতো ট্রফি জিতে দেশের মানুষের মুখে হাসি ফোটানো। (IND vs PAK 2022)
আরও পড়ুনঃ IND vs PAK 2022 : ভারতের কাছে হারলেও বাবরদের সেমিফাইনালে যাওয়ার বিষয় আশাবাদী ইনজামাম
ফের পাকিস্তানের বিরুদ্ধে একটা অবিশ্বাস্য ইনিংস খেলেছেন বিরাট কোহলি। এদিনের ইনিংসটাকে নিঃসন্দেহে তার কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস বলা চলে নিঃসন্দেহে। জয়ের লক্ষ্যে রানতাড়া করতে নেমে একটা সময় ভারতীয় দলের স্কোর হয়ে দাড়িয়েছিলো ৪ উইকেটে ৩১ রান। এরপর হার্দিক পান্ডিয়ার সাথে ১১৩ রানের দুরন্ত পার্টনারশিপ জোড়েন কোহলি, ৩৭ বলে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন এদিন হার্দিক।
জয়ের জন্য শেষ ৩ ওভারে ভারতীয় ক্রিকেট দলের প্রয়োজন ছিলো ৪৮ রান। এরপর রান করার গতি বদলান কোহলি, খেলতে থাকেন একের পর এক দারুণ সব শট। সব পাকিস্তানের বোলাররাই এদিন সমান ধোলাই খেয়েছেন কোহলির কাছে। ৫৩ বলে ৮২* রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি এদিন। শেষ বলে অশ্বিন মিড অফে একটি উচিয়ে শট খেলে নিশ্চিত করেন দলের জয়।
আগামী বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পরের ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হতে চলেছে ভারত। এই ম্যাচে হয়তো বেশ কিছু ক্রিকেটারদের বিশ্রাম দিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।