
IND vs NZ 2023 – নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ডবল সেঞ্চুরি করার পর থেকে বর্তমানে খবরের শিরোনামে আছেন শুভমান গিল, সিরিজের দ্বিতীয় ম্যাচে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি দলকে জিতিয়ে। উদীয়মান ভারতীয় তারকার এমন অসামান্য ফর্ম দেখে ভীষণ খুশি ভারতের প্রাক্তন তারকা অলরাউন্ডার ইরফান পাঠান।
গত শনিবার রাইপুরে নিউজিল্যান্ডের দেওয়া ১০৯ রানের টার্গেট চেজ করতে নেমে ৫৩ বলে ৪০ * রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন শুভমান গিল। তার আগে ভারতের বোলাররা ১০৮ রানে অল আউট করে দিয়েছিলো নিউজিল্যান্ডকে। (IND vs NZ 2023)
Star Sports এর আলোচনায় শুভমান গিলের প্রশংসা উঠলে তার ভূয়সী প্রশংসা করেছেন ইরফান পাঠান। তার বক্তব্য, (IND vs NZ 2023)
“ডবল সেঞ্চুরি করার পরেও দ্বিতীয় ম্যাচে শুভমান গিলের দলের প্রতি দায়বদ্ধতা দেখে ভীষণ খুশি হয়েছি আমি। যুব ভারতীয় ক্রিকেট একটা বাড়তি আগ্রাসন দেখিয়েছেন তার ব্যাটিংয়ে। কিন্তু সেটা মাত্রাতিরিক্ত হয়নি, এবং এক্ষেত্রে আমি কোনো ভুলে খুঁজে পাইনি।” (IND vs NZ 2023)
বেশ নিয়ন্ত্রিত ইনিংস খেলেছিলেন শুভমান গিল,সেটারও উল্লেখ করেছেন এই প্রাক্তন অলরাউন্ডার। তার বক্তব্য,
“একদম নরমাল ক্রিকেট খেলেছিলো শুভমান। মাঝে মধ্যে কিছু চোখ ধাঁধানো শট খেলেছিলো, খেলার সময় তার দলের প্রতি কমিন্টমেন্ট টা স্পষ্ট বোঝা গেছে। ডবল সেঞ্চুরির কথা ভুলে গিয়ে যে খেলাটা খেলেছে সেটা দেখে খুব ভালো লেগেছে আমার।”
হায়দ্রাবাদে সিরিজের প্রথম ম্যাচে ২০৮ রানের ইনিংস খেলেছিলো শুভমান গিল, ভারত সেই ম্যাচ জেতে ১২ রানে। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচেও সেঞ্চুরি করেছিলো ও। (IND vs NZ 2023)
Shubman Gill in ODI since 2022:
— Johns. (@CricCrazyJohns) January 21, 2023
64(53), 43(49), 98*(98), 82*(72), 33(34), 130(97), 3(7), 28(26), 49(57), 50(65), 45*(42), 13(22), 70(60), 21(12), 116(97), 208(149) & 40*(53). pic.twitter.com/IfMQ8EBpzj
Virat Kohli broke many records held by Sachin Tendulkar 👏
— Sportskeeda (@Sportskeeda) January 22, 2023
But now someone has arrived to break Virat Kohli's records 🔥
Can Shubman Gill be consistent like his idols? 💪#ShubmanGill #SachinTendulkar #ViratKohli #Cricket pic.twitter.com/iLkxAp02Q4
আরও পড়ুনঃ Shoaib Akhtar : হঠাৎ নিজের বায়োপিক থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন শোয়েব আখতার !
সঞ্জয় বাঙ্গারের কাছেও শুভমান গিলের ডবল সেঞ্চুরির কথা ভুলে গিয়ে খেলার বিষয় ভুলে গিয়ে বল বাই বল ধরে ইনিংস এগানোর বিষয় জানতে চাওয়া হলে তিনি বলেন,
“এমনটাই হওয়া উচিত। পারফরম্যান্স দেওয়ার মানসিকতা সব সময় এমন হওয়া উচিত যে না অতীতের কথা ভাববো না ভবিষ্যত নিয়ে ভাববো, একদম বর্তমানে থেকে চলতে হবে।”
বয়সের তুলনায় বেশি পরিণত গিল, উদীয়মান ভারতীয় তারকার এই বিষয়টির’ও প্রশংসা করেছেন ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ। তিনি বলেছেন,
“এটা আসলে এক ধরনের আর্ট।আমরা সব সময় টেকনিক, টেম্পারমেন্ট এমন সমস্ত বিষয় গুলো নিয়ে মেতে থাকি, কিন্তু বর্তমানের উপর নির্ভর করে সমস্ত চিন্তা দুরে সরিয়ে রেখে একটি নির্দিষ্ট ছন্দে খেলাটা খেলতে থাকা এক ধরনের ক্ষমতা, অনেক কম বয়সেই গিল এই সব আত্মস্থ করে ফেলেছে। এতেই স্পষ্ট ওর ভবিষ্যৎ ভীষণ উজ্জ্বল।”
দ্বিতীয় ম্যাচে ছয়টা চার মেরেছেন শুভমান গিল।তবে কোনো ছক্কা মারেননি। ওপেনিং উইকেটে রোহিত শর্মার সাথে ৭২ রানের পার্টনারশিপ জোড়েন। দেশকে ম্যাচ জিতিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।