IND vs NZ 2023 : ইন্দোরের দর্শকদের সারা কে নিয়ে টিটকিরি হজম করলেন শুভমান গিল, ভাইরাল কোহলির প্রতিক্রিয়া

0
14
IND vs NZ 2023 : Virat Kohli's hilarious reaction as fans tease Shubman Gill by calling Sara's name during 3rd IND-NZ ODI (Watch)
IND vs NZ 2023 : Virat Kohli's hilarious reaction as fans tease Shubman Gill by calling Sara's name during 3rd IND-NZ ODI (Watch)

IND vs NZ 2023 – ইন্দোরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে ম‍্যাচ চলাকালীন ফের শুভমান উদ্দেশ্য করে সারা সারা ধ্বনি তুললে ফ‍্যানেরা। ম‍্যাচে ৯০ রানে জয় নিশ্চিত করার পাশাপাশি নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে ভারতীয় ক্রিকেট দল।

২৩ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার শুভমান গিল ওই সময় ফিল্ডিং করছিলো ফিল্ডিং রোপের ধারে। ফ‍্যানেরা তখন শুভমানকে টিটকিরি কেটে বলেন,”হামারি ভাবি ক‍্যায়সে হো, সারা ভাবি যেয়সা হো”, ঘটনাটি ঘটাকালীণ বিরাট কোহলির প্রতিক্রিয়াটি ভীষণ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (IND vs NZ 2023)

শুভমান গিলের সাথে সচিন কন‍্যা সারার নম জড়িয়েছে বহুদিন হলো। তবে তারা সম্পর্কে আছেন কিনা, সেটা জানা যায়নি এখনো। সম্প্রতি ভারতীয় অভিনেত্রী সারা আলী খানের সাথে নাম জড়ায় তার। এখানে দর্শকেরা কাকে উদ্দেশ্য করলেন সেটা বোঝা মুস্কিল অবশ্য। (IND vs NZ 2023)

মঙ্গলবার ইন্দোরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ৭৮ বলে ১১২ রানের ইনিংস খেলেছিলেন শুভমান গিল। ওয়ানডে ক্রিকেটে বর্তমানে দারুণ ছন্দে আছেন তিনি। নিজের খেলা শেষ চারটি ওডিআই ইনিংসের মধ্যে তিনটি তে সেঞ্চুরি করেছেন শুভমান গিল। (IND vs NZ 2023)

আরও পড়ুনঃ MS Dhoni : আসছে শোলে ২, নাম ভূমিকায় পান্ডিয়া, ধোনি, হচ্ছে টা কি …

পঞ্জাবের এই ক্রিকেটার চলতি বছরে ওয়ানডে ক‍্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশী রান করার রেকর্ডের অধিকারী। ছয় ম‍্যাচে করে ফেলেছেন ৫৬৭ রান। এর মধ্যে আছে একসময় ডবল সেঞ্চুরি এবং দুটো সেঞ্চুরি। এই রান করেছেন ১১৩.৪০ গড়ে। (IND vs NZ 2023)

হোলকার স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডে ম‍্যাচের পর শুভমান গিলের কাছে একটি কঠিন প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। তাকে কোহলি এবং তেন্ডুলকরের মধ্যে যেকোনো একজন ক্রিকেটারকে বেছে নেওয়ার কথা বলা হলে অনূর্ধ ১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য বেছে নেন বিরাট কোহলি কে, বলেছেন সচিন তেন্ডুলকর যখন ক্রিকেট খেলতেন তখন খেলা বোঝার মতো মস্তিষ্ক ছিলো না তার।

“আমার কাছে বিরাট ভাই এগিয়ে, সচিন স‍্যার আমার ক্রিকেট খেলা শুরু করার কারণ, আমার বাবা তার খুব বিরাট একজন ভক্ত। যখন উনি অবসর নিয়েছেন তখন আমার বয়স ক্রিকেট বোঝার মতো ছিলো না। তবে যেদিন থেকে ক্রিকেট বোঝা শুরু করি, সেই দিন থেকে বিরাট কোহলি আদর্শ আমার, আমি ওনার খেলা দেখে অনেক কিছু শিখেছি।”

আরও পড়ুনঃ Mohammed Siraj : সব কৃতিত্ব কোহলি ভাইয়ার, ফের ভাইরাল হলো সিরাজের কোহলির প্রতি কৃতজ্ঞতা জানানোর ভিডিও