
IND vs NZ 2023 – সদ্য আইসিসির ওয়ানডে বোলিং ক্রমতালিকায় এক নম্বর স্থানে উঠে এসেছেন মহম্মদ সিরাজ। এই দুরন্ত ছন্দে থাকা ভারতীয় পেসারের ভীষণ প্রশংসা করেছেন প্রাক্তন পাকিস্তানের অধিনায়ক সলমন বাট।
সিরাজের বোলিংয়ের মধ্যে কোনও সমস্যা খুঁজে পাননি সলমন বাট। তবে তারকা পেসারের ফিল্ডিং নিয়ে বিস্তর খাটা খাটনি করার প্রয়োজন আছে বলেই মনে করেন তিনি। বাটের মতে এই একটা জায়গায় সিরাজের খাটনির প্রয়োজন আছে বলে মনে করেন তিনি। (IND vs NZ 2023)
সিরাজের আগ্রাসী মেজাজটাই ওকে যেকোনো ফর্ম্যাটে সেরাটা দিতে সাহায্য করে বলেই মত সলমন বাটের। নিজের Youtube চ্যানেলের ভিডিওতে সলমন বাট বলেছেন,
“ইদানিং সময় অসাধারণ বোলিং করছে মহম্মদ সিরাজ। সিরাজের উইকেট নেওয়ার ক্ষমতা দিন দিন আরো ধাড়ালো হয়ে উঠেছে। ওর যে বিষয় এখন পরিশ্রম করতে হবে, সেটা হলো ওর ফিল্ডিং। ফিল্ডিং টা ঠিক করতে একটু পরিশ্রম করতে হবে ওকে, বোলার ও অসাধারণ।”
ইদানিং সময় অসাধারণ বোলিং করছে মহম্মদ সিরাজ। সদ্য সমাপ্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দুটো ম্যাচে ৫ টা উইকেট নিয়েছিলেন।
এর আগে চলতি মাসের শুরুর দিকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন তিনি। তিন ম্যাচে মোট নয় উইকেট নেন।
সম্প্রতি, ষষ্ঠ ভারতীয় বোলার হিসেবে মহম্মদ সিরাজ ওয়ানডে বোলারদের ক্রমতালিকায় শীর্ষ স্থানে উঠে এলেন। তার আগে কপিল দেব, মনিন্দর সিং, অনিল কুম্বলে, রবীন্দ্র জাদেজা এবং জসপ্রীত বুমরাহ এই নজির গড়েন। সিরাজের বর্তমানে রেটিং পয়েন্ট ৭২৯, দ্বিতীয় স্থানে থাকা হ্যাজেলউড এর পয়েন্ট সংখ্যা ৭২৭, তৃতীয় স্থানে আছেন ট্রেন্ট বোল্ট ৭০৮ পয়েন্ট নিয়ে।
আরও পড়ুনঃ Ravindra Jadeja : কামব্যাক ম্যাচে ব্যর্থ হলেন রবীন্দ্র জাদেজা, আউট হলেন মাত্র ১৫ রান করে