
IND vs NZ 2023 – আহমেদাবাদে মঙ্গলবার শাহরুখ খান এবং দীপিকা পাডুকোন অভিনীত ‘পাঠান’ ছবির বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন টিম ইন্ডিয়ার সদস্যরা। একসাথে দেখা গেছে কূলদীপ সিং, শুভমান গিল, ইশান কিষাণ, সূর্য কুমার যাদব, শিবম মাভি, রাহুল ত্রিপাঠীদের এই ব্লকবাস্টার ছবি উপভোগ করতে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ জেতার সাথে সাথে ভারতীয় দল একটা দারুণ মোমেন্টাম পেয়েছে। এই মোমেন্টাম টাকে ধরে রাখাটাই এখন লক্ষ্য হতে চলেছে হার্দিক দের কাছে, গত ২৭ শে জানুয়ারি রাঁচিতে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২১ রানে জিতেছিলো ভারত। (IND vs NZ 2023)
এই ম্যাচের আগে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে সংবর্ধনা দেওয়া হবে শেফালী ভার্মা নেতৃত্বাধীন সদ্য অনূর্ধ ১৯ বিশ্বকাপ জয়ী দলকে। উপস্থিত থাকবেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকর। (IND vs NZ 2023)
আরও পড়ুনঃ Virat Kohli : লতা মঙ্গেশকরের সাথে দেখা না করার হতাশা তাড়া করে বিরাট কোহলিকে
লখনউয়ের মতো আহমেদাবাদে পিচ হবে না, এখানে ম্যাচ হাইস্কোরিং হবে বলে মনে করেন ওয়াসিম জাফর, ESPNCricinfo কে তিনি এবিষয়ে বলেছেন –
“আমার মন বলছে আহমেদাবাদের পিচ খানিকটা ব্যাটিং সহায়ক হবে। আমার মনে হচ্ছে একটা ভালো খেলা দেখবো আমরা। বল বেশি স্পিন হলে আমি সত্যিই খুব অবাক হবো, কারণ আহমেদাবাদে প্রচুর ভালো ম্যাচ দেখেছি আমরা। অন্তত ১৬০-১৭০ রান উঠতে দেখছি এই পিচে, যেটা বাকি দুটো ম্যাচের তুলনায় বেশ ভালো বলা চলে।
আহমেদাবাদে প্রচুর মানুষ খেলা দেখতে আসবে, আশা করছি একটা ভালো ম্যাচ দেখবো আমরা। ভারত এই মাঠে সিরিজ জিতে নিক, এটাই চাই আমি।”
এখনও অবধি আহমেদাবাদের মাঠে ছয়টা ম্যাচ খেলেছে ভারত। জিতেছে চারটে তে, হেরেছে দুটোতে।
আরও পড়ুনঃ IND vs NZ 2023 : আহমেদাবাদে চাহালকে খেলানো হোক, দাবী ওয়াসিম জাফরের