IND vs NZ 2023 – টেস্ট খেলার সুযোগ মিলতে পারে আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে। বিষয়টি ভেবেই ভীষণ উত্তেজিত ভারতের টি টোয়েন্টি দলের সহ অধিনায়ক সূর্য কুমার যাদব। তবে এখন তার যাবতীয় ফোকাস আহমেদাবাদে অনুষ্ঠিত হতে চলা টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ কে কেন্দ্র করে।
বুধবার আহমেদাবাদে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টিম ইন্ডিয়া বনাম টিম কিউয়িরা। সিরিজের প্রথম ম্যাচে রাঁচিতে ২১ রানে হেরে গেছিলো ভারত। এরপর দ্বিতীয় ম্যাচে লো স্কোরিং থ্রিলারে লখনউতে ৬ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছিল ভারত। (IND vs NZ 2023)
আরও পড়ুনঃ Virat Kohli : লতা মঙ্গেশকরের সাথে দেখা না করার হতাশা তাড়া করে বিরাট কোহলিকে
নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের পর ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ঘরের মাঠে। ৯ ই ফেব্রুয়ারি থেকে নাগপুরে খেলা হবে সিরিজের প্রথম টেস্ট। এই দুই ম্যাচের টেস্ট সিরিজের ভারতীয় দলে আছেন সূর্য কুমার যাদব। লাল বলের ক্রিকেট খেলার চ্যালেঞ্জ দখল করার জন্যে ঠিক কতোটা মুখিয়ে আছেন সূর্য ? এমনটা জানতে চাওয়া হলে তারকা ক্রিকেটার বলেন – (IND vs NZ 2023)
“টেস্ট ক্রিকেট খেলার জন্যে মুখিয়ে আছি আমি। সবাই এটা চায়। ঘরোয়া ক্রিকেটে লাল বলে খেলে আমার শুরু হয়। আমি মুম্বাইয়ের হয়ে প্রচুর প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছি, টেস্টে খেলার সুযোগ পাওয়াটা ঘিরে একটা অদ্ভুত উত্তেজনা অনুভব করছি। আমরা সবাই একটা চরম উত্তেজনায় ভরপুর একটা টেস্ট সিরিজ খেলতে চলেছি।”
এরপর সূর্য কুমার যাদব বলেছেন –
“তবে এই মুহূর্তে আমাদের বর্তমানে ফোকাস করতে হবে, এখন সামনে গুরুত্বপূর্ণ সিরিজ ডিসাইডার ম্যাচ, এখন সেটাই করছি। টেস্ট সিরিজ নিয়ে পরে ভাববো।”
Hello Ahmedabad 👋
— BCCI (@BCCI) January 30, 2023
We are here for the third & final T20I of the #INDvNZ series 👏 👏#TeamIndia pic.twitter.com/gQ1jPEnPvK
মুম্বাইয়ের হয়ে ৭৯ টা প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৫৫৪৯ রান করেছেন সূর্য, ৪৪.৭৫ গড়ে, আছে ১৪ টা সেঞ্চুরি এবার ২৮ টা হাফ সেঞ্চুরি।
আরও পড়ুনঃ IND vs NZ 2023 : আহমেদাবাদে পৌঁছে পাঠান দেখতে ছুটলেন শুভমান গিলরা