IND vs NZ 2023 – টিম ইন্ডিয়ার নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়ের পর শুভমান গিল, যুজবেন্দ্র চাহালের একটি ভিডিও হয়েছে ভাইরাল। ইনস্টাগ্রামে একটি ভিডিও ছেড়েছে তারা যেখান জনপ্রিয় টিভি শো ‘রোডিস’ এর অভিনয় করতে দেখা গেছে।
সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় নিজের এক্যাউন্ট থেকে ছেড়েছেন শুভমান গিল, যা ইতিমধ্যে হয়েছে ভাইরাল। (IND vs NZ 2023)
এবছর অসামান্য ছন্দে আছেন শুভমান গিল। শেষ ৫ টা ওয়ানডে ম্যাচে (IND vs NZ 2023) তিনটি সেঞ্চুরি করেছেন শুভমান। এরপর ইদানিং নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে কেরিয়ারের প্রথম টি টোয়েন্টি সেঞ্চুরি করেছিলেন। এদিন সেঞ্চুরি করার মধ্যে দিয়ে পঞ্চম ভারতীয় ব্যাটার তিনটি ফর্ম্যাটে সেঞ্চুরি করার নজির গড়েছিলেন শুভমান গিল।
এই মুহূর্তে অসামান্য ছন্দে আছেন শুভমান গিল। আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে তাকে ওপেন করতে দেখলে অবাক হবেন না বলেই জানিয়েছেন মহম্মদ কাইফ। যেকোনো ফর্ম্যাটে এই মুহূর্তে অসামান্য ছন্দে আছেন শুভমান গিল। বুধবার আহমেদাবাদে পঞ্জাবের এই ওপেনার নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৬৩ বলে অপরাজিত ১২৩* রানের অসামান্য ইনিংস খেলেছিলেন। তার সুবাদে সিরিজ নির্নায়ক ম্যাচে ভারত ১৬৮ রানে বিরাট জয় পেয়েছে। (IND vs NZ 2023)
আরও পড়ুনঃ Babar Azam : পাকিস্তান সুপার লিগে সেঞ্চুরি করাটাই স্বপ্ন বাবর আজমের
Star Sports এর আলোচনায় মহম্মদ কাইফকে জানতে চাওয়া হয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে শুভমান গিলের ওপেন করার সম্ভাবনা আছে কি ? জবাবে তিনি বলেছেন –
“হতেই পারে শুভমান গিল ওপেন করছে, যদিও কে এল রাহুল এই দলের ভাইস ক্যাপ্টেন। প্রথমে রাহুল’ই ওপেন করবে। তবে রাহুল ভীষণ চাপে থাকবে। ওকে রান করতেই হবে। যদি দুই একটা ইনিংস খারাপ খেলে তাহলে কে এল রাহুলের বদলে শুভমান গিল ওপেন করবে।”
এখনো অবধি দেশের হয়ে ১৩ টা টেস্ট ম্যাচ খেলেছিলেন শুভমান গিল, সেখানে ৩২.০০ গড়ে ৭৩৬ রান করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার পরিসংখ্যান খুবই ভালো। তিনটি টেস্টে ৫১.৮০ গড়ে ২৫৯ রান গড়েন তিনি। এরমধ্যে গাব্বায় গুরুত্বপূর্ণ ৯১ রানের ইনিংস টা ছিলো।
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : কার্তিক চান নাগপুর টেস্টে খেলুক সূর্য