
IND vs NZ 2023 – এবছর দেশের মাটিতেই ওয়ানডে বিশ্বকাপ। তার আগে অবিশ্বাস্য ছন্দে আছেন প্রাক্তন ভারতের উদীয়মান ওপেনার শুভমান গিল। তার ভূয়সী প্রশংসা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাবা করিম।
করিমের মতে ভারতীয় ক্রিকেট দলে সচিন তেন্ডুলকার এবং বিরাট কোহলির উত্তরাধিকারী হয়ে উঠতে পারেন শুভমান গিল। হয়ে উঠতে পারেন ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং ভবিষ্যত। তবে করিমের মতে গিলকে বিদেশের মাটে নিজের প্রতিভার পরিচয় দিতে হবে। (IND vs NZ 2023)
India News কে সাবা করিম বলেছেন, (IND vs NZ 2023)
“গিলের টেম্পারমেন্ট অসাধারণ। বিরাট কোহলি এবং সচিন তেন্ডুলকরের উত্তরাধিকারী হয়ে উঠতে পারেন তিনি জাতীয় দলে। তবে গিলের বড়ো পরীক্ষা হবে বিদেশের মাটিতে। ইংল্যান্ডে টেস্টে নজরকাড়া পারফরম্যান্স দিতে পারেননি শুভমান গিল। আশা করবো ভবিষ্যতে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং বিভাগের মেরুদন্ড হয়ে উঠবেন শুভমান গিল।
বহুদিন পর কোনও ভারতীয় ব্যাটারের এমন স্কিল দেখতে পেলাম আমরা। ভবিষ্যতে নজরে থাকেবে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে কেমন পারফরম্যান্স দেয়। ওকে কঠিন পরিস্থিতির মধ্য খেলাতে হবে। দেখতে হবে কঠিন বোলারদের বিরুদ্ধে কেমন খেলে। এসব অনেক পরের কথা। তবে শুরুটা নিঃসন্দেহে দারুণ।”
আরও পড়ুনঃ IND vs NZ 2023 : মহম্মদ সিরাজের দূর্বলতা খুঁজে পেলেন প্রাক্তন পাক অধিনায়ক
Numero uno💙🇮🇳 pic.twitter.com/S8TEnvatKY
— Shubman Gill (@ShubmanGill) January 24, 2023
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২৩ বছর বয়সী এই ভারতীয় ব্যাটার ৩৬০ রান করেছিলেন। ভারত সিরিজ জিতে নিয়েছে ৩-০ ব্যবধানে। গিলের শেষ ছয়টি পারফরম্যান্স যথাক্রমে – ১১২, ৪০*, ২০৮, ১১৬, ২১ এবং ৭০।
২০২২ সালে শুভমান গিল ১২ টা ওয়ানডে ম্যাচে ৬৩৮ রান করেছিলেন ৭০.৮৯ গড়ে। এরমধ্যে একটি সেঞ্চুরি আছে,চারটি হাফ সেঞ্চুরি।