IND vs NZ 2023 : টসে জিতে কি নেবেন ? বেমালুম ভুলে গেলেন রোহিত শর্মা ! দেখুন ভিডিও

0
11
IND vs NZ 2023 : Rohit Sharma forgets what to do after winning the toss (Watch)
IND vs NZ 2023 : Rohit Sharma forgets what to do after winning the toss (Watch)

IND vs NZ 2023 – শনিবার রাইপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম‍্যাচে মুখোমুখি হয়েছে ভারত। এই ম‍্যাচে টসের সময় ঘটে যায় একটি বিপত্তি। টসে জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা ভুলে গেছিলেন তিনি কি নেবেন।

টসে জেতার পর রোহিত শর্মা কে রবি শাস্ত্রী জিজ্ঞাসা করেন তিনি প্রথমে কি করবেন ? রোহিত শর্মা জবাব দেওয়ার আগে কিছুটা সময় অপেক্ষা করেন। মাথা চুলকোন, এবং তারপর প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। রোহিতের কীর্তি দেখে হেসে ফেলেন ম‍্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ এবং নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল‍্যাথাম। (IND vs NZ 2023)

পরবর্তী সময়ে রোহিত বলেন, (IND vs NZ 2023)

“আমি ভুলে গেছিলাম টসে জিতে কি করবো। টসে জিতলে কি করবো সেটা নিয়ে অনেক সময় আলোচনা হয়েছিল। আমরা কঠিন পরিস্থিতির মধ্যে নিজেদেরকে চ‍্যালেঞ্জের মুখে ফেলতে চাই সব সময়। আমরা প্রথমে বোলিং করবো। উইকেট সময়ের সাথে সাথে ব‍্যাট করার উপযোগী হয়ে উঠবে সেটা জানি আমরা। এখন এটাই আমাদের কাছে চ‍্যালেঞ্জ।

প্রথম ম‍্যাচে ব্রেসওয়েল দারুণ ব‍্যাট করেছিল। আমরা ভালো বোলিং করেছিলাম। কাল প্রাক্টিস করার সময় শিশির দেখি মাঠে, কিন্তু পিচ কিউরেটর আমাদের বলেছেন শিশির ফ‍্যাক্টর কোনও চাপে ফেলবেনা আমাদের। আমরা প্রথম ম‍্যাচে হায়দ্রাবাদে প্রথম ব‍্যাট করেছিলাম, এখানে প্রথম বোলিং করবো। আমাদের টিম সেম’ই থাকছে।”

আরও পড়ুনঃ RCB : হ‍্যাক হলো রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোরের ট‍্যুইটার অ্যাকাউন্ট, বদলে গেলো কোহলিদের দলের নাম

দ্বিতীয় ম‍্যাচে কোনও বদল দেখা গেলোনা ভারতের দলে। অবশ‍্য নিউজিল্যান্ড দলেও কোনও বদল নেই। হায়দ্রাবাদ ম‍্যাচে যে দল ছিলো সেটা এখানেও এক’ই থাকবে। প্রথম ম‍্যাচে মাইকেল ব্রেসওয়েল‌ ৭৮ বলে ১৪০ রানের ইনিংস খেললেও দলের জয় নিশ্চিত করতে পারেননি। (IND vs NZ 2023)

এদিন টসের পর নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল‍্যাথাম বলেছেন,

“আমরাও টসে জিতে প্রথমে ব‍্যাট করতে চেয়েছিলাম। এখানে প্রথম কোনও আন্তর্জাতিক ম‍্যাচ হচ্ছে, তাই উইকেট কেমন সেটা জানা নেই।শেষ ম‍্যাচে দারুণ খেলা হয়েছিল, এখানেও তেমন কিছু আশা রাখছি। আরও অভিজ্ঞতা সঞ্চয় করার জন্যে মুখিয়ে আছি, হ‍্যাঁ খেলার অভিজ্ঞতা অর্জন করার পাশাপাশি এমন ম‍্যাচে খেলার অভিজ্ঞতা পরে ভীষণ কাজে লাগবে। ইশ সোধি এখনো ঠিক হয়ে ওঠেনি, তাই এক’ই দল নিয়ে নামবো আমরা।”

আরও পড়ুনঃ Ashwin : ২০২৩ বিশ্বকাপ জিতবে ভারত, আশাবাদী অশ্বিন