ভারত অধিনায়ক রোহিত শর্মা, (IND vs NZ 2023) যার নামের পাশে এতদিন ২৯ টি ওয়ানডে সেঞ্চুরি লেখা ছিল, তিনি এদিন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে নিজের ৩০ তম ওয়ানডে শতরান করে ফেললেন৷
পাশাপাশি গড়ে ফেললেন নয়া নজির। নিজের কেরিয়ারের ৩০ তম ওয়ানডে সেঞ্চুরি করার মধ্যে দিয়ে তিনি ছুঁয়ে ফেললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংকে। ওয়ানডে ক্রিকেটে পন্টিংয়েরও সেঞ্চুরির সংখ্যা ৩০ টি। (IND vs NZ 2023)
কার্যত, হিটম্যান যে ফর্মে ফিরছেন এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছিল ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজের শুরুর থেকেই, এদিন সেঞ্চুরি হাঁকিয়ে সেই তথ্যেই শিলমোহর বসিয়ে দিলেন হিটম্যান৷ তিন বছরের সেঞ্চুরির খরা কাটিয়ে শতরান লিখে ফেললেন নিজের নামের পাশে৷ শেষ ১৯ শে জানুয়ারি ২০২০-র পর, ২০২৩’এর ২৪ শে জানুয়ারি ফের শতরান করলেন রোহিত শর্মা৷
ভারত বনাম নিউজিল্যান্ডের তৃতীয় ম্যাচে মঙ্গলবার ৮৫ বলে ১০১ রান করেন রোহিত শর্মা৷ এদিনের হিটম্যানের ইনিংস সাজানো ৯ টি চার ও ৬ টি ছয় দিয়ে৷ ইন্দোরে এই কৃতিত্ব করে দেখালেন রোহিত৷ এদিন প্রথম উইকেট পার্টনারশিপে ২০০ রান ওঠে৷ ওপেনার রোহিতের পাশাপাশি ভারত বনাম নিউজিল্যান্ডের তৃতীয় একদিনের ম্যাচে অন্য ওপেনার শুভমান গিলও সেঞ্চুরি করে নেন৷ (IND vs NZ 2023)
1⃣0⃣1⃣ Runs
— BCCI (@BCCI) January 24, 2023
8⃣5⃣ Balls
9⃣ Fours
6⃣ Sixes
Leading from the front – the @ImRo45 way 👏 👏 #TeamIndia | #INDvNZ | @mastercardindia
Watch his majestic TON 🎥 👇https://t.co/S10ONsMMLI pic.twitter.com/iJIGbOKShx
What a timing from Rohit Sharma!!!pic.twitter.com/VRpnTsaWM3
— Johns. (@CricCrazyJohns) January 24, 2023
আরও পড়ুনঃ ICC ODI Team of 2022 : টি-টোয়েন্টির পর এবার আইসিসির বর্ষসেরা ওডিআই দলেও দাপট অব্যাহত ভারতীয়দের
ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে তিন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দলের ওপেনিং জুটি দারুণ ব্যাটিং করে। রোহিত তার আক্রমণাত্মকভাবে ফিরে আসার ইঙ্গিত আগেই দিয়েছিলেন দ্বিতীয় একদিনের ম্যাচে৷ সেই ম্যাচে সাতটি চার ও দুটি ছক্কার সাহায্যে ৫০ বলে ৫১ রান করেছিলেন ভারত অধিনায়ক৷
প্রসঙ্গত, ইতিমধ্যেই তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে কিউয়িদের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিজেদের দখলে করে নিয়েছে মেন ইন ব্লু। আজকেও যদি ভারত জিততে পারে, তাহলে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পাশাপাশি, তাদেরকে ওয়ানডে ফরম্যাটে বিশ্বের এক নম্বর স্থান থেকে সরিয়ে সেই স্থান দখলে নেবে রোহিতরা। (IND vs NZ 2023)
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : ভারতে এসে প্রাক্টিস ম্যাচ না খেলে ভুল করছে অস্ট্রেলিয়া, বললেন মাইকেল ক্লার্ক