IND vs NZ 2023 – শনিবার রায়পুরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে পৌঁছে গেলো নিউজিল্যান্ডের ক্রিকেট দল। শনিবার শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচে মুখোমুখি হবে ভারত নিউজিল্যান্ড।
ছত্তিশগড় পৌঁছনোর পর সেখানকার ঐতিহ্যবাহী ছত্তিশগড়ের রাজকিয়া গামছা দিয়ে বরণ করে নেওয়া হলো নিউজিল্যান্ডের ক্রিকেটারদের। এমন উষ্ণ অভ্যার্থনা পেয়ে ভীষণ খুশি নিউজিল্যান্ডের সকল ক্রিকেটারেরা। (IND vs NZ 2023)
প্রথম ওয়ানডে ম্যাচে ভারত ১২ রানে জিতেছিলো, কিউয়ি অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলের বিধ্বংসী ইনিংস কে রুখে দিয়ে জয় পায় ভারত। ৭৮ বলে ১৪০ রান করেছিলো ব্রেসওয়েল, পাশাপাশি মিচেল স্যান্টনারের সাথে জুঁটিতে জোড়েন ১৬২। একটা সময় ২৯ ওভার পর ১৩১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিলো নিউজিল্যান্ড, এরকম একটি সময় জুঁটি জোড়ে এই দুই ক্রিকেটার। (IND vs NZ 2023)
আরও পড়ুনঃ IND vs NZ 2023 : রায়পুরে পৌঁছে উষ্ণ অভ্যার্থনা পেলো রোহিতরা, দেখুন ভিডিও
নিউজিল্যান্ডকে একেবারে জয়ের পথে এগোচ্ছে বলেই মনে হচ্ছিলো। শেষ ১০ ওভারে দারুণ বোলিং করে তারা। ২০ রানের পুঁজি নিয়ে শার্দুল ঠাকুর শেষ ওভারে বোলিং করতে এসে ব্রেসওয়েলের উইকেট তুলে নেন এবং নিউজিল্যান্ড ৩৩৭ রানে অল আউট হয়ে যায়। (IND vs NZ 2023)
এর আগে শুভমান গিলের ডবল সেঞ্চুরির ইনিংসের উপর নির্ভর করে ভারত ৩৪৯ রান তুলেছিলো।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের আশা ভারতকে বাঁচিয়ে রাখতে হলে জিততে হবে শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে। প্রথম ওডিআইতে জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েও হেরে যায় নিউজিল্যান্ড।