IND vs NZ 2023 : ভারতীয় দলের অনুশীলনে হঠাৎ হাজির ক্যাপ্টেন কুল, দেখুন সেই ভিডিও

0
23
IND vs NZ 2023 : MS Dhoni pays Hardik Pandya-led Indian team a visit in Ranchi (Watch)
IND vs NZ 2023 : MS Dhoni pays Hardik Pandya-led Indian team a visit in Ranchi (Watch)

ভারত বনাম নিউজিল্যান্ডের আসন্ন টি-টোয়েন্টি সিরিজের (IND vs NZ 2023) প্রথম ম্যাচটি আগামী ২৭ শে জানুয়ারি অনুষ্ঠিত হবে রাঁচিতে। বর্তমানে ভারতের টি-টোয়েন্টি ফর্ম্যাটে অধিনায়কত্ব করছেন হার্দিক পান্ডিয়া।  সেই কারণেই বৃহস্পতিবার অর্থাৎ আজ গোটা ভারতীয় দল অনুশীলনের জন্য স্টেডিয়ামে উপস্থিত ছিল।  সেই সময় হঠাৎ টিম ইন্ডিয়ার অনুশীলনে উপস্থিত হয়েছিলেন এমএস ধোনি।

মাহিকে অনুশীলনে দেখতে পেয়ে হার্দিক থেকে ইশান কিষাণ সকলেই আবেগে ভেসে যান। সকলেই সেখানে এমএস ধোনির সঙ্গে দেখা করতে আসেন। মহেন্দ্র সিং ধোনির এই ভিডিয়োটি পোস্ট করেছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি আপলোড করা হয়েছে। যেটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।  (IND vs NZ 2023)

ভিডিয়োতে এমএস ধোনিকে টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে এবং আড্ডা দিতে দেখা যাচ্ছে। এই ভিডিয়োটি বিসিসিআই তার অফিসিয়াল অ্যাকাউন্টে শেয়ার করেছে। ভিডিয়োতে এমএস ধোনির সঙ্গে ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহালকে কথা বলতে দেখা যাচ্ছে। বিসিসিআই ভিডিয়োটির ক্যাপশন দিয়েছে প্রশিক্ষণের সময় রাঁচি স্টেডিয়ামে গ্রেট এমএস ধোনি এসেছিলেন।

ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে আগামী ২৭ শে জানুয়ারি থেকে রাঁচিতে।  (IND vs NZ 2023) এই ম্যাচের প্রস্তুতির জন্য, টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা ২৬ জানুয়ারি প্রশিক্ষণে প্রচুর ঘাম ঝরালেন। এই সময় একটি বিশেষ অতিথি টিম ইন্ডিয়ার সঙ্গে দেখা করতে স্টেডিয়ামে পৌঁছেছিলেন।  অতিথি আর কেউ ছিলেন না তিনি হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। 

আরও পড়ুনঃ WPL : মহিলাদের প্রিমিয়ার লিগে আরসিবি দল কেনায় বিশেষ পোস্ট করলেন বিরাট কোহলি

ভারতীয় ক্রিকেটার এবং ধোনির সাক্ষাতের ভিডিয়ো ট্যুইটারে শেয়ার করেছে বিসিসিআই। এই ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘দেখুন আজ রাঁচিতে প্রশিক্ষণের সময় কে এসেছে – দ্য গ্রেট মহেন্দ্র সিং ধোনি।’

ভিডিয়োতে, ধোনিকে অধিনায়ক হার্দিক পান্ডিয়া, ইশান কিষাণ, ওয়াশিংটন সুন্দর, শুভমন গিল, সূর্যকুমার যাদব এবং যুজবেন্দ্র চাহালের সঙ্গে কথা বলতে দেখা যায়। এই সাক্ষাতের সময়, ধোনিকে তার কাঁধে একটি ব্যাগ এবং তার হাতে একটি ডাব ধরে থাকতে দেখা যায়। ধোনির এই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।  (IND vs NZ 2023)

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : ভারত সফরের আগে এই ভারতীয় স্পিনারকে নিয়ে বিশেষ মন্তব্য করলেন ম্যাট রেনশ