
IND vs NZ 2023 – শনিবার রাইপুরে নিউজিল্যান্ডকে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে হারানোর মধ্যে দিয়ে ফের আরেকটা ওডিআই সিরিজ জয় নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার এমন দাপুটে পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন রামিজ রাজা। প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের মতে বাবর আজমদের শেখা উচিত কিভাবে নিজেদের ঘরের মাঠে দাপুটে ক্রিকেট খেলতে হয়। ২০১৯ এর ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ভারত ঘরের মাঠে ১৯ টা ওয়ানডে ম্যাচ খেলেছে, তার মধ্যে জিতেছে ১৫ টা। এমন অসাধারণ প্রশংসায় পঞ্চমুখ রামিজ রাজা।
নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি ওয়ানডে ম্যাচে ভারত ৮ উইকেটে জয়লাভ করেছে। এই জয়ের সুবাদে ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে। (IND vs NZ 2023)
২০২৩ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ খেলবে ভারত। তার আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং অতি সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো ভারতীয় ক্রিকেট দল। (IND vs NZ 2023)
নিজের ইউটিউব চ্যানেলের ভিডিওতে রামিজ রাজা বলেছেন, (IND vs NZ 2023)
“ভারতকে তাদের ঘরের মাঠে হারানো ভীষণ কঠিন। এই জিনিস টা বাকি উপমহাদেশের ক্রিকেট দল গুলোর যার মধ্যে পাকিস্তান ও আছে। পাকিস্তানের মধ্যেও কিন্তু এমন সম্ভাবনা আছে, কিন্তু ঘরের মাঠে সিরিজ জেতা অথবা ম্যাচ জেতার ব্যাপারে তারা ভারতের মতো এতোটা ধারাবাহিক নয়। বিশ্বকাপের বছরে ভারতের এরকম পারফরম্যান্স ভীষণ গুরুত্বপূর্ণ।”
একদিকে যখন ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দাপুটে পারফরম্যান্স দিচ্ছে, সেখানে পাকিস্তান ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হেরে গেছিলো ১-২ ব্যবধানে। সম্প্রতি ঘরের মাঠে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে মোট মিলিয়ে পাঁচটি টেস্ট ম্যাচের মধ্যে একটিতেও জিততে পারেনি পাকিস্তান। (IND vs NZ 2023)
.@ShubmanGill finishes things off in style! #TeamIndia complete a comprehensive 8️⃣-wicket victory in Raipur and clinch the #INDvNZ ODI series 2️⃣-0️⃣ with more game to go 🙌🏻
— BCCI (@BCCI) January 21, 2023
Scorecard ▶️ https://t.co/tdhWDoSwrZ @mastercardindia pic.twitter.com/QXY20LWlyw
For his impactful 3️⃣-wicket haul in the first innings, @MdShami11 bagged the Player of the Match award as #TeamIndia won the second #INDvNZ ODI by eight wickets 👏👏
— BCCI (@BCCI) January 21, 2023
Scorecard ▶️ https://t.co/tdhWDoSwrZ @mastercardindia pic.twitter.com/Nxb3Q0dQE5
আরও পড়ুনঃ IND vs NZ 2023 : রোহিত শর্মার দলের দূর্বলতা ফাঁস করলেন রামিজ রাজা
এছাড়া ভিডিওটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের পেসারদের অসামান্য পারফরম্যান্সের দারুণ প্রশংসা করেছেন রামিজ রাজা, প্রশংসা করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মার, দলের বোলারদের জন্যে এমন দারুণ ফিল্ডিং প্লেসমেন্ট করার জন্যে বিশেষ প্রশংসা করেছেন তিনি। রামিজ রাজা বলেছেন,
“নিউজিল্যান্ড খারাপ দল নয়। বিশ্বের প্রথম সারির ক্রিকেট খেলিয়ে দল গুলোর মধ্যে অন্যতম। তারা হারছে আত্মবিশ্বাসের অভাবে এবং ব্যাটিংয়ের ছন্দপতনের জন্যে। ভারতের পেসারদের পেসের অভাব থাকলেও তাদের গুন আলাদা মাত্রার। নির্দিষ্ট জায়গায় তাদের নিয়মিত বোলিং করে যাওয়া ভীষণ চোখে পড়ার মতো একটা বিষয়। তেমনি ফিল্ডিং সাজানো। স্লিপে লোক রেখে বিপক্ষের ব্যাটারদের ভীষণ চাপে ফেলতে পারে তারা। এক কথায় কমপ্লিট পারফরম্যান্স। দলের স্পিনাররাও দুর্দান্ত।”
ম্যাচে, দারুণ বোলিং পারফরম্যান্স দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ১০৮ রানে অল আউট হয়ে যায়। ১৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। পরবর্তী সময়ে ব্রেসওয়েল, স্যান্টনার, ফিলিপস মিলে নিউজিল্যান্ডের স্কোরকে ১০০ রানের গন্ডি পেরোতে সাহায্য করে। তিন উইকেট নেন মহম্মদ শামি। দুটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর। সিরাজ, শার্দুল, কূলদীপ নেন একটি করে উইকেট। তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা মহম্মদ শামি। (IND vs NZ 2023)