IND vs NZ 2023 : চাহাল, সূর্য কুমার যাদবের কাছে লুডোতে হারের পর স্কোরকার্ড লুকানোর চেষ্টা করলেন কূলদীপ যাদব, দেখুন ভিডিও

0
31
IND vs NZ 2023 : Kuldeep Yadav tries to hide scorecard after losing in ludo against Yuzvendra Chahal and Suryakumar Yadav (Watch)
IND vs NZ 2023 : Kuldeep Yadav tries to hide scorecard after losing in ludo against Yuzvendra Chahal and Suryakumar Yadav (Watch)

IND vs NZ 2023- নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম‍্যাচ খেলতে রায়পুরে যাওয়ার পথে সতীর্থ যুজবেন্দ্র চাহাল এবং সূর্য কুমার যাদবের সাথে লুডো খেলে সময় কাটিয়েছেন কূলদীপ যাদব।

বৃহস্পতিবার যুজবেন্দ্র চাহাল ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন, সেখানে খেলার ফলাফল জানিয়েছেন তিনি। কূলদীপ সেই লুডো ম‍্যাচে হেরে যাওয়ায় সেই স্কোরবোর্ড লুকানোর চেষ্টা করে। (IND vs NZ 2023)

সিরিজের প্রথম ওয়ানডে ম‍্যাচে প্রথমে ব‍্যাট করতে নেমে ভারত তুলেছিলো ৩৪৯ রান। শুভমান গিলের ২০৮ রানের ইনিংসের উপর নির্ভর করে এই রানের পাহাড় গড়ে ভারত। (IND vs NZ 2023)

অবশ্য এই ম‍্যাচে জিততে ভালো বেগ পেতে হয়েছে। একা ফারাক গড়ে দিচ্ছিলেন মাইকেল ব্রেসওয়েল। ম‍্যাচে বিধ্বংসী মেজাজে ব‍্যাট করেছিলেন তিনি। ৭৮ বলে ১৪০ রান করেন তিনি। তবে শেষ অবধি ভারত ১২ রানে ম‍্যাচ জেতে। (IND vs NZ 2023)

সিরিজের প্রথম ম‍্যাচে খেলার সুযোগ পাননি যুজবেন্দ্র চাহাল। স্পিনার হিসেবে খেলানো হয়েছে কূলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর কে।

আরও পড়ুনঃ IND VS AUS 2022 : অস্ট্রেলিয়া সিরিজের প্রাক্টিস চালু করলেন রবীন্দ্র জাদেজা, দেখুন ভিডিও

এমাসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে চাহালকে শেষ বার জাতীয় দলের হয়ে খেলতে দেখা গেছে। সেই ম‍্যাচে কোটার দশ ওভার বল করতে ৫৮ রান দিয়ে, ১ টা উইকেট নেন।

ওই ম‍্যাচে খেলার সময় কাঁধে চোট পান চাহাল।‌তাই সেকেন্ড ম‍্যাচে খেলতে পারেননি।‌ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলার সুযোগ পান কিনা, এখন সেটাই দেখার বিষয়।

শনিবার রায়পুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম‍্যাচে খেলতে নামবে ভারত নিউজিল্যান্ড।‌‌ ২৪ শে জানুয়ারি ইন্দোরে সিরিজের তৃতীয় ওয়ানডে ম‍্যাচ খেলা হবে। এরপর ২৭ শে জানুয়ারি থেকে ভারত-নিউজিল্যান্ডের মধ্যে টি টোয়েন্টি সিরিজ শুরু হবে।

আরও পড়ুনঃ IND vs NZ 2023 : ইশানের কাণ্ডে চোটলেন গাভাস্কার, শোনালেন কড়া কথা !