IND vs NZ 2023 : টি টোয়েন্টি দল থেকে কি বাদ পড়েছেন বিরাট কোহলি, ভারত কোচ দ্রাবিড় বললেন …

0
27
IND vs NZ 2023 : Is Virat Kohli out of T20 squad ? India coach Dravid said...
IND vs NZ 2023 : Is Virat Kohli out of T20 squad ? India coach Dravid said...

IND vs NZ 2023 – বিরাট কোহলি’কে টি টোয়েন্টি দল থেকে আপাতত বিশ্রাম দেওয়া হয়েছে, তাকে বাদ দেওয়া হয়নি। স্পষ্ট জানিয়ে দিলেন ভারতের ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড়। ২০২২ সালে আইসিসির বছর সেরা টি টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন বিরাট কোহলি‌। দ্রাবিড় এবিষয় ব‍্যাক্ষা দিতে গিয়ে বুঝিয়েছেন কোহলি কে বিশ্রাম দেওয়া হয়েছে, তার অন‍্যতম কারণ এবছর নির্দিষ্ট কিছু সাদা বলের ক্রিকেট টুর্নামেন্ট কে অধিক গুরুত্ব দিয়ে দেখছে টিম ম্যানেজমেন্ট।

সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে যে টি টোয়েন্টি দল খেলেছিলো সেখানে রোহিত শর্মা এবং বিরাট কোহলি কে খেলতে দেখা যায়নি। এই দুই ক্রিকেটারকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের দলেও রাখা হয়নি। এরপর থেকেই টি টোয়েন্টি দলে এই দুই ভারতীয় তারকার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। (IND vs NZ 2023)

এই বিষয় ইন্দোরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে ম‍্যাচে খেলতে নামার আগে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল ভারত কোচ রাহুল দ্রাবিড় কে। দ্রাবিড় বলেছেন, (IND vs NZ 2023)

“আমাদের কে একটা নির্দিষ্ট সময়ে কিছু নির্দিষ্ট টুর্নামেন্টের উপর বাড়তি গুরুত্ব দিতে হবে। এখন প্রচুর ক্রিকেট খেলা হয়, এরমধ‍্যে বর্ডার গাভাস্কার ট্রফি এবং বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ানশিপ আছে। তাই নির্দিষ্ট কিছু সাদা বলের ক্রিকেট টুর্নামেন্ট কে আমাদের গুরুত্ব সহকারে দেখতেই হবে।

টি টোয়েন্টি বিশ্বকাপের পর আমাদের কাছে এরপর সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ ছিলো ছয়টা ওয়ানডে ম‍্যাচ। সেই সবকটাতে বিরাট কোহলি খেলেছেন। কোহলি, রোহিত সহ আরো দুই একজন ক্রিকেটার বিশ্রাম পাবে যখন আম‍রা সামনের সপ্তাহ দিয়ে টি টোয়েন্টি ক্রিকেট খেলবো। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্যে প্রস্তুতি নেওয়ার আগে তাহলে ওরা চনমনে হয়ে উঠবে। তাই আমাদের গুরুত্ব দিতে হবে কিছু নির্দিষ্ট সিরিজ কে।” (IND vs NZ 2023)

আরও পড়ুনঃ Mohammed Shami : ফের আইনি সমস্যায় জড়ালেন মহম্মদ শামি

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পর ভারত ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার -গাভাস্কার ট্রফির চারটি টেস্ট ম্যাচ খেলবে। আগামী ৯ ই ফেব্রুয়ারি, নাগপুরে খেলা হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ‌।

আরও পড়ুনঃ IND vs NZ 2023 : আজ ইন্দোরে ঝলসে উঠুক কোহলির ব‍্যাট, চান ওয়াসিম জাফর