IND vs NZ 2023 – শনিবার রাইপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অসাধারণ বোলিং পারফরম্যান্স দিয়েছে ভারতীয় বোলাররা। এর ফলে ১০৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।
এমন দুর্দান্ত একটা পারফরম্যান্স দেওয়ার পরেও ভারতের বোলাররা ব্যাটিং সহায়ক পিচে বল করার সময় সমস্যায় পড়বেন বলেই আশঙ্কা প্রকাশ করলেন পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার কামরান আকমাল আশঙ্কা করেছেন, তিনি চান ভারত কোনও মতে প্রথম একাদশে উমরান মালিক কে যোগ করুক। (IND vs NZ 2023)
আরও পড়ুনঃ IND vs NZ 2023 : শামির বোলিংয়ে নতুনত্ব খুঁজে পেলেন ভারতের প্রাক্তন কোচ
আকমাল মনে করেন একবার জসপ্রীত বুমরাহ ফিট হয়ে উঠলে এবং উমরান মালিক আর বেশ কয়েকটি ম্যাচ খেলে ফেললে ভীষণ শক্তিশালী হয়ে উঠবে এই ভারতীয় দল। নিজের YouTube চ্যানেলের ভিডিও’তে কামরান আকমাল বলেছেন –
“ব্যাটিং আদর্শ পিচ হলে এই ভারতীয় বোলিং ইউনিট খানিকটা সমস্যার মধ্যে পড়তে পারে। বিশেষ করে বড়ো দল গুলোর বিরুদ্ধে। ভারতের জন্যে খুবই গুরুত্বপূর্ণ উমরান মালিককে প্রথম একাদশে যুক্ত করা।
উমরান খেলার সাথে সাথে আরো ধারালো হয়ে উঠবে। একেবারে ম্যাচ উইনার হয়ে উঠতে পারে। ভারতের বোলিং লাইন আপকে আরো শক্তিশালী দেখাবে যখন জসপ্রীত বুমরাহ প্রত্যাবর্তন করবে।”
প্রসঙ্গ উমরান মালিক এখনও অবধি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের একটিও ম্যাচে খেলার সুযোগ পায়নি। চলতি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দুটো ম্যাচে দারুণ পারফরম্যান্স দিয়েছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে লিডিং উইকেট টেকার ছিলেন তিনি। সাতটি উইকেট নেন। এরপর ওয়ানডে সিরিজে পাঁচটি উইকেট নেন।
আরও পড়ুনঃ Umesh Yadav : প্রতারণার শিকার হলেন উমেশ যাদব !