IND vs NZ 2023 – দীর্ঘ দশ বছর হলো ভারতের হয়ে নিয়মিত ওপেন করেন রোহিত শর্মা। এরপর ক্রমশ দেশের একজন অন্যতম কিংবদন্তি ক্রিকেটার হয়ে উঠেছেন রোহিত শর্মা। সাদা বলের ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসেবে তিনটি ডবল সেঞ্চুরি করার রেকর্ড গড়েছিলেন তিনি।
ব্যাটার হিসেবে রোহিত শর্মার এই উঠে আসার বিষয় জানতে চাওয়া হলে ভারতের কোচ রাহুল দ্রাবিড় বলেছেন, (IND vs NZ 2023)
“রোহিত শর্মা ভারতের অন্যতম তারকা একজন ক্রিকেটার। ওর যখন ১৭-১৮ বছর বয়স, তখন প্রথম দেখি আমি। আসলে একজন বাকিদের তুলনায় আলাদা সেটা দেখলে বোঝা যায়, কিন্তু ও সেখানে থেমে থাকেনি, নিজেকে প্রমাণিত করেছে। অনেক সময় উঠতি প্রতিভাবান ক্রিকেটারেরা নিজেদের প্রতিভার পরিচয় দিলেও, শেষ অবধি নিজেদের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেনা।”
রোহিতের কেরিয়ারের টার্নিং পয়েন্ট কোনটা,সেটা জানতে চাওয়া হলে রাহুল দ্রাবিড় বলেছেন,
“২০১৯ সালের বিশ্বকাপের পারফরম্যান্স গুলো প্রমাণ করে দিয়েছিলো রোহিত শর্মা কি মাপের ক্রিকেটার, প্রমাণ করে দিয়েছিলো বড়ো রানের ইনিংস খেলে দিতে পারেন। ওয়ানডেতে তিনটে ডবল সেঞ্চুরি, এক কথায় অবিশ্বাস্য একটা বিষয়। ও অসম্ভব সফল একজন ক্রিকেটার। বিপক্ষের বোলার বুঝে উঠতে পারেনা ঠিক কোথায় বল করবে ওকে। ও যখন ভালো খেলে, তখন ফাস্ট বল এবং শর্ট বল করা যায়না একেবারে। স্পিনারদের ও ভালো খেলে, স্যুইং টা ভালো বোঝে। পুরো কমপ্লিট গেম বলা যায়।”
আরও পড়ুনঃ IND vs NZ 2023 : টি টোয়েন্টি দল থেকে কি বাদ পড়েছেন বিরাট কোহলি, ভারত কোচ দ্রাবিড় বললেন …
FIFTY for @ImRo45 – his 4⃣8⃣th ODI half-century 💪 💪#TeamIndia captain is leading the charge with the bat in the chase. 👏 👏
— BCCI (@BCCI) January 21, 2023
Follow the match ▶️ https://t.co/tdhWDoSwrZ #INDvNZ | @mastercardindia pic.twitter.com/q7F69irCDq
এই মুহূর্তে দারুণ ছন্দে আছেন রোহিত শর্মা।শেষ ছয়টি ওয়ানডে ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরি করে ফেলেছেন তিনি।
আরও পড়ুনঃ Mohammed Shami : ফের আইনি সমস্যায় জড়ালেন মহম্মদ শামি