IND vs NZ 2023 – প্রসঙ্গ যখন ওয়ানডে বিশ্বকাপের ওপেন করার বিষয়, তখন শুভমান গিলের ওপেন করার বিষয়টি নিয়ে খুবই তড়িঘড়ি করা হচ্ছে বলে মনে করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জেরেকার। এর কারণ হিসেবে তিনি বলেছেন,
“এখনও বিশ্বকাপ শুরুর আগে প্রচুর সময় আছে। তার আগে আইপিএল আছে, ভারত ২০ টা ওয়ানডে ম্যাচ খেলবে। কে জানে এরমধ্যে কি কি ঘটে যাবে।” (IND vs NZ 2023)
তবে সঞ্জয় মাঞ্জেরেকার মনে করেন শুভমান গিল ওয়ানডে বিশ্বকাপের দলে জায়গা নিশ্চিত করার জন্যে অনেকটা সময় পাবে। তার বক্তব্য, (IND vs NZ 2023)
“ইশান কিষাণে ডবল সেঞ্চুরি করে বাদ পড়েছে দল থেকে। তাই যেকোনো মুহূর্তে যেকোনো কিছু ঘটে যেতে পারে। তবে আমি ব্যক্তিগত ভাবে আশাবাদী শুভমান গিলের ওপেন করার ব্যাপারে।”
ওয়ানডে ক্রিকেটে গিলের রেকর্ড দারুণ। ৬৮.৮৭ গড়ে ১১০২ রান করেছেন গিল ১০৯.০০ স্ট্রাইক রেটে ১৯ ম্যাচে। (IND vs NZ 2023)
অন্যদিকে ইশান কিষাণ ১১ ম্যাচে ৪৮.২০ গড়ে ৪৮২ রান করেছেন। তবে এর মধ্যে ২১০ রান এসেছে একটি ম্যাচে। মাঝে মধ্যে স্যুইং বলুন বা পেস দুই ক্ষেত্রে ওর দূর্বলতা বেশ প্রকট হয়ে পড়ে।
আরও পড়ুনঃ IND vs NZ 2023 : রান করার সুযোগ পেয়ে তৃপ্ত ইশান কিষাণ, বললেন জেতাতে চান দেশকে
Shubman Gill broke Ishan Kishan’s record and became the youngest player to score 200 runs in an ODI innings 🤩#CricketTwitter #indvsnz pic.twitter.com/uKx6HwNB7K
— Sportskeeda (@Sportskeeda) January 18, 2023
আসা হায়দ্রাবাদে আয়োজিত ভারত – নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচ প্রসঙ্গে। ১২ রানে প্রথম ওয়ানডে ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। অবশ্য মাইকেল ব্রেসওয়েল একটি বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচে নিউজিল্যান্ডকে একটা দারুণ জয় এনে দেওয়ার প্রয়াস চালিয়েছিলেন একটা।
মিচেল স্যান্টনারের সাথে জুঁটি বেধে সপ্তম উইকেটে ১৬২ রান জোড়েন ব্রেসওয়েল সেই ম্যাচে। ভারতের দেওয়া ৩৫০ রানের লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছেও গেছিলো প্রায়। কিন্তু শেষ ওভারে হার মানে কিউয়িরা। ব্রেসওয়েলের আগুনে ইনিংসকে ছাপিয়ে যান শুভমান গিলের খেলা ২০৮ রানের বিধ্বংসী ইনিংস।
আরও পড়ুনঃ Wasim Akram : পাক বোলারদের উপর চরম ক্ষোভ প্রকাশ আক্রমের ! বললেন…..