
IND vs NZ 2023 – এই মুহূর্তে আগুনে ফর্মে আছে ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজ। ভারতের তিন ফর্ম্যাটে এখন রেগুলার সদস্য সিরাজ। নিজের দুরন্ত বোলিং পারফরম্যান্সে ইতিমধ্যে সকলের নজর কেড়েছেন তিনি। হায়দ্রাবাদের এই পেসার ২০২২ সালে ওয়ানডে ক্রিকেটে ভারতের সর্বাধিক উইকেট শিকারি পাশাপাশি ২০২৩ সালে এখনও অবধি সবচেয়ে বেশী উইকেট নিয়েছেন তিনি।
চলতি বছরে এখনও অবধি ৫ টা ওয়ানডে ম্যাচ খেলেছেন সিরাজ, সেখানে নিয়েছেন ১৪ টা উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচেই খেলেছিলেন, এছাড়া চলতি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুটো ম্যাচে খেলেছেন তিনি। বুধবার হায়দ্রাবাদ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ খেলা হয়েছিল, সেটা ছিলো আবার সিরাজের ঘরের মাঠ। এই প্রথম বার ঘরের মাঠে ফ্যানেদের মাঝে দেশের হয়ে প্রতিনিধিত্ব করলো সিরাজ। ৪৬ রান দিয়ে ম্যাচে ৪ উইকেট নিয়েছিলো সিরাজ।
সেদিন মা এবং বন্ধুরা উপস্থিত ছিলেন সিরাজের খেলা দেখতে। লোকাল ফ্যানেরা সিরাজের হয়ে দারুণ গলা ফাটিয়েছিলো। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়েছিলো, যেখানে সিরাজকে উদ্দেশ্য করে ফ্যানেদের বলতে শোনা যায়। ম্যাচে ওই সময় বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন সিরাজ, সেই সময় তাকে উদ্দেশ্য করে ফ্যানেরা বলেন “হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, সিরাজ ভাই জিন্দাবাদ।”(IND vs NZ 2023)
আরও পড়ুনঃ Indian Cricket Team – ভবিষ্যতে ভারতের প্রতিটি ফর্ম্যাটে একটি করে দল থাকবে, মত কপিল দেবের
"Siraj Zindabad"#Siraj #mohammadsiraj #INDvsNZ #sportbetpro #INDvNZ pic.twitter.com/cynczMgP2I
— Poonam Thapa (@PoonamT83404236) January 20, 2023
সিরিজের প্রথম ম্যাচে ভারত ১২ রানে জেতার মধ্যে দিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছিলো। শনিবার রাইপুরে শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে ভারতীয় বোলাররা ১০৮ রানে অল আউট করে দেন কিউয়ি দের। এরপর ৮ উইকেটে জিতে নেয় সেই ম্যাচ। রান তাড়া করে জিততে ভারতের লেগেছিলো মোটে ২০.১ ওভার। (IND vs NZ 2023)