
IND vs NZ 2023 – গত রোববার শ্রীলঙ্কার বিপক্ষে কেরিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন শুভমান গিল। এরপর’ও নিজের দুরন্ত ফর্ম বজায় রেখেছেন তিনি। বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে কেরিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেছেন তিনি।
২৩ বছর বয়সী এই ভারতীয় ব্যাটার সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেট ডবল সেঞ্চুরি করার নজির গড়েছিলেন। পঞ্জাবের এই ক্রিকেটার ১৪৯ বলে ২০৮ রান করেছেন। এদিন ক্রিজে থাকাকালীন প্রাক্তন অনূর্ধ -১৯ এর এই ক্রিকেটার ১৯ টা চার এবং ৯ টা ছয় মেরেছিলেন। (IND vs NZ 2023)
হায়দ্রাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে কেরিয়ারের প্রথম ডবল সেঞ্চুরি করার পথে একাধিক রেকর্ড গড়েছিলেন শুভমান গিল। শুভমান গিলের সাথে মহেন্দ্র সিং ধোনির তুলনা টানলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জেরেকর। গিল ধারাবাহিক ভাবে ছক্কা মারতে পারেন ধোনির মতো। এমনটাই মনে করেন সঞ্জয় মাঞ্জেরেকর। (IND vs NZ 2023)
ইনিংসেরর ৪৯ তম ওভারে প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটান্সের সতীর্থ কিউয়ি পেসার লকি ফার্গুসন কে প্রথম তিনটি বলে ছক্কা মেরেছিলেন। প্রতিটি ছক্কা ছিলো দর্শনীয়। শুভমান গিল এমন অসাধারণ একটা ইনিংস খেলার পর তার ভূয়সী প্রশংসা করেছেন সঞ্জয় মাঞ্জেরেকর। সঞ্জয়ের মতে বড়ো ছক্কা মারার বিচারে ধোনির মতোই শুভমান। (IND vs NZ 2023)
সঞ্জয় বলেছেন প্রথমে ধোনিকে সোজাসুজি লম্বা ছক্কা মারতে দেখেছিলেন তিনি। প্রাক্তন ভারত অধিনায়ক ছয় মারার বিচারে ধারাবাহিক। সঞ্জয়ের মতে শুভমান গিলের’ও ধোনির মতো এক’ই রকম প্রতিভা আছে। ভবিষ্যতে এই উদীয়মান ব্যাটারের থেকে আরও এমন পারফরম্যান্স দেখতে চান তিনি।
আরও পড়ুনঃ IND vs NZ 2023 : ব্রেসওয়েলের ইনিংস আতঙ্ক ধরিয়েছিলো ভারত অধিনায়ক রোহিত শর্মার মনে
When I saw Dhoni the first time that he mostly hit straight sixes told me that he will be consistent when it comes to big hitting. Gill has the same gift. Fingers crossed for him. 🤞
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) January 18, 2023
ট্যুইট করে সঞ্জয় লিখেছেন,
“ধোনি কে টানা মাঠের সোজাসুজি ছক্কা মারতে দেখেছিলাম। টানা ছক্কা মারার ব্যাপারে ধোনির মধ্যে একটা অদ্ভুত ধারাবাহিকতা দেখেছি বরাবর। গিলের মধ্যেও একই রকম প্রতিভা আছে দেখছি।”
বিশ্বের অষ্টম এবং পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডবল সেঞ্চুরি করার রেকর্ড গড়েছিলেন শুভমান গিল। সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র শেহবাগ, রোহিত শর্মা, ক্রিস গেইল, মার্টিন গুপ্টিল, ফখর জামান এবং ইশান কিষাণের সাথে একই আসনে বসলেন তিনি।
আরও পড়ুনঃ IND vs NZ 2023 : যুবি এবং বাবাকে গর্বিত করে খুশি শুভমান গিল