
IND vs NZ 2023 – উজ্জয়নে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে খেলতে নামার আগে মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। সতীর্থ ঋষভ পন্তের দ্রুত সুস্থতা কামণা করে সূর্য কুমার যাদব, কূলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর’রা পুজো দিলেন। গত ৩০ শে ডিসেম্বর দিল্লি – দেরাদূন হাইওয়েতে অ্যাক্সিডেন্টের কবলে পড়েন পন্ত। সম্প্রতি হাটুর লিগামেন্ট অপারেশন হয়েছিল তার। আপাতত হাসপাতালে আছেন তিনি।ক্রিকেট মাঠে ফিরতে চার থেকে ছয় মাস সময় লাগবে।
মঙ্গলবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। তার আগে সেখানকার বিখ্যাত মন্দিরে পুজো দিলেন ভারতের ক্রিকেট দল এবং সাপোর্ট স্টাফরা। ANI কে সূর্য কুমার যাদব জানিয়েছেন ভারতীয় দলে ঋষভ পন্তের প্রত্যাবর্তন করাটা ভীষণ গুরুত্বপূর্ণ, তার দ্রুত সুস্থতা কামনা করি আমরা। (IND vs NZ 2023)
“আমরা ঋষভ পন্তের দ্রুত সুস্থতা কামনা করি। দলে ওর প্রত্যাবর্তন করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইতিমধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছি, কিউয়ি দের বিরুদ্ধে এখন ফাইনাল ম্যাচে খেলতে মুখিয়ে আছি আমরা।” – ANI কে এমনটাই জানিয়েছেন সূর্য কুমার যাদব। (IND vs NZ 2023)
ট্রাডিশনাল ড্রেসে মন্দিরের ভস্ম আরতী তে অংশগ্রহণ করতে দেখা গেছে ভারতীয় ক্রিকেট দল কে। (IND vs NZ 2023)
Madhya Pradesh | Indian cricketers Suryakumar Yadav, Kuldeep Yadav, and Washington Sundar visited Mahakaleshwar temple in Ujjain and performed Baba Mahakal's Bhasma Aarti. pic.twitter.com/nnyFRLMbfa
— ANI (@ANI) January 23, 2023
আরও পড়ুনঃ Ravindra Jadeja : বিশেষ কীর্তি জুড়ে CSK ফ্যানেদের মন জয় করে নিলেন রবীন্দ্র জাদেজা
ইতিমধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। রাইপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অসামান্য পারফরম্যান্স দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। বিশেষ করে দলের বোলারদের প্রশংসা করতেই হয়। একটা সময় ১৫ রানে ৫ উইকেট পড়ে গেছিলো কিউয়িদের। পরে ১০৮ রানে অল আউট হয়ে যায় তারা। এরপর ভারত অধিনায়ক রোহিত শর্মার হাফ সেঞ্চুরির উপর নির্ভর করে ভারত সহজে জয় নিশ্চিত করেছিলো ম্যাচে।
আগামী কয়েক দিনের মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে ঋষভ পন্ত। পুরোপুরি মাস দুয়েক সময় লাগবে সেরে উঠতে। শুধুমাত্র শারীরিক নয়, মানসিক ভাবে ঋষভ পন্তের সেরে উঠতে সময় লাগবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সূত্র অনুযায়ী ঋষভ পন্তের কাউন্সেলিং এর প্রয়োজন। বর্ডার গাভাস্কার ট্রফি এবং আইপিএল ২০২৩ এ ঋষভ পন্তের খেলার কোনও সম্ভাবনা নেই। দেশের মাটিতে অক্টোবর – নভেম্বর মাসে আয়োজিত হতে চলা ওয়ানডে বিশ্বকাপে খেলবেন কিনা, সেটাও এখনো স্পষ্ট নয়।
আরও পড়ুনঃ IND vs NZ 2023 : “ধীর সৌন্দর্য”, ভারত অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিংয়ের প্রশংসা মজলেন পাক তারকা