IND vs NZ 2023 : “অধিনায়কের কাজ একেবারে সামনে থেকে নেতৃত্ব দেওয়া …” রোহিত শর্মার প্রশংসায় মজলেন সাবা করিম

0
14
IND vs NZ 2023 : “Captain leads from the front, Rohit Sharma did exactly that” – Saba Karim
IND vs NZ 2023 : “Captain leads from the front, Rohit Sharma did exactly that” – Saba Karim

IND vs NZ 2023 – নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে রোহিত শর্মার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন প্রাক্তন জাতীয় দলের নির্বাচক সাবা করিম। শুধুমাত্র রোহিত শর্মার ক‍্যাপ্টেন্সি নয়, তার পাশাপাশি সদ‍্য সমাপ্ত সিরিজে রোহিতে ঝোড়ো ব‍্যাটিংয়ের প্রশংসা ও শোনা গেছে সাবা করিমের মুখে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলতে নামার আগে রোহিত শর্মার এমন খেলাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেই মনে করেন তিনি।

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার আগে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কা কেও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছিল। India News কে এবিষয়ে মতামত দেওয়ার সময় সাবা করিম বলেছেন, (IND vs NZ 2023)

“ক‍্যাপ্টেনের কাজ একেবারে সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়া, রোহিত শর্মা ঠিক সেই কাজটাই করেছে‌। যদি দলের অধিনায়ক নিজেই ফিয়ারলেস ব‍্যাটিং করে, তাহলে দলের বাদবাকি দের সেটা অনুসরণ করা উচিত‌। আর তা নাহলে তুমি এই দলে খেলার যোগ‍্য নও। শেষ ছয়টা ওয়ানডে ম‍্যাচে একটা টেমপ্লেট তৈরি করেছে ভারত। সেখানে একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে যে, যদি টার্গেট ছোটো’ও হয়, তাহলেও সেটা নির্দিষ্ট একটা ওভারের মধ্যে চেজ করে দেওয়া।”

সাবা করিম এরকম বক্তব্য রেখেছে রোহিত শর্মার ৮৫ বলে ১০১ রানের ইনিংস দেখার পর। এই ইনিংস খেলার পথে রোহিত শর্মা ছয়টা ছয়, এবং নয়টা চার মারেন। প্রথম উইকেটে শুভমান গিলের সাথে জোড়েন ২১২ রানের পার্টনারশিপ।‌‌ ভারত ম‍্যাচে জেতে ৯০ রানে। (IND vs NZ 2023)

আরও পড়ুনঃ Ravindra Jadeja : কামব‍্যাক ম‍্যাচে ব‍্যর্থ হলেন রবীন্দ্র জাদেজা, আউট হলেন মাত্র ১৫ রান করে

ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর ভারত এবার খেলবে কিউয়িদের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে। শুক্রবার রাঁচিতে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম‍্যাচ। রোহিত শর্মা, বিরাট কোহলি দের বিশ্রাম দেওয়া হয়েছে এই টি টোয়েন্টি সিরিজে, এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া, সহ অধিনায়ক সূর্য কুমার যাদব।

আরও পড়ুনঃ IND vs NZ 2023 : ইন্দোরের দর্শকদের সারা কে নিয়ে টিটকিরি হজম করলেন শুভমান গিল, ভাইরাল কোহলির প্রতিক্রিয়া