এইমুহুর্তে নিউজিল্যান্ডের (IND vs NZ 2022) বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচ খেলতে ক্রাইস্টচার্চে আছে ভারতীয় দল। ইতিমধ্যে টি টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে জিতেছে ভারত, এখন ওডিআই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড।
হ্যামিলটনে সিরিজের (IND vs NZ 2022) দ্বিতীয় ওডিআই ম্যাচ বৃষ্টির জন্যে ভেস্তে গেছিলো। ফলে ক্রাইস্টচার্চে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচ নিয়ে একটা আলাদা উত্তেজনা তৈরী হয়েছে। কারণ এই ম্যাচ ভারত জিতলে ওডিআই সিরিজ ‘ড্র’করতে পারবে। পাশাপাশি নিউজিল্যান্ড থেকে দেশে ফিরতে পারবে অপরাজিত ভাবে।
সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শিখর ধাওয়ান। যিনি রোহিত শর্মার অবর্তমানে নিউজিল্যান্ডে ওডিআই সিরিজে (IND vs NZ 2022) নেতৃত্ব দিচ্ছেন। একটি ভিডিও শেয়ার করেছেন শিখর ধাওয়ান। যেখানে স্ত্রী ধনশ্রী ভার্মা’র ব্যাগ পত্তর বইতে দেখা গেছে। ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, সিরিজের প্রথম ওডিআই ম্যাচে (IND vs NZ 2022) ভারত’কে ৭ উইকেটে হারিয়ে দেয় নিউজিল্যান্ড। কিউয়িরা ১-০ ব্যবধানে এগিয়ে যায় সিরিজে। ৫০ ওভার শেষে ৭ উইকেটে ৩০৬ রান তোলে ভারত, হাফ সেঞ্চুরি করেন শ্রেয়স আইয়ার (৮০), শিখর ধাওয়ান (৭২) এবং শুভমান গিল (৫০)। নিউজিল্যান্ডের তরফে তিনটি করে উইকেট নেন লকি ফার্গুসন এবং টিম সাউদি।
আরও পড়ুনঃ Ruturaj Gaikwad : ৬ বলে ৭ ছক্কা, দেখুন রুতরাজের অসম্ভব কে সম্ভব করার ভিডিও
ভারতের দেওয়া ৩০৭ রান তাড়া করতে নেমে একটা সময় নিউজিল্যান্ডের স্কোর হয়ে দাড়িয়েছিলো ৩ উইকেটে ৮৮ রান। এরপর চতুর্থ উইকেটে টম ল্যাথাম (১৪৫*) এবং নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন (৯৪*) ২২১ রান জুড়ে ম্যাচ বের করেন। ভারতের তরফে অভিষেক ম্যাচে ২ উইকেট নেন উমরান মালিক।
এর আগে টি টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে জিতেছিলো ভারত। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেছিলো। এরপর দ্বিতীয় ম্যাচ ৬৫ রানে জিতেছিলো ভারত, সেঞ্চুরি করেছিলেন সূর্য কুমার যাদব (১১১), ৪ উইকেট নেন দীপক হুডা। তৃতীয় টি টোয়েন্টি বর্ষার জেরে ভেস্তে গেছিলো, ম্যাচে ১৬১ রানতাড়া করতে নেমে একটা সময় ভারতের স্কোর ছিলো ৪ উইকেটে ৭৫ রান, ৯ ওভার শেষে।