
IND vs NZ 2022 – বর্তমান ভারতীয় দলের পছন্দের ব্যাটিং পজিশন বেছে নিলেন দীপক হুডা। মূলত একজন ব্যাটিং অলরাউন্ডার তিনি, তবে চলতি ভারত – নিউজিল্যান্ড টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি ২০ ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছিলেন দীপক হুডা। জাতীয় দলের পাঁচ নম্বর পজিশনে ব্যাট করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
২০২২ সালটা কেরিয়ারের অত্যন্ত সফল বছর দীপক হুডার। আন্তর্জাতিক সাদা বলের ক্রিকেটে অভিষেক করেছিলেন তিনি। (IND vs NZ 2022)
এবছর আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছেন রোহতাকের অলরাউন্ডার। ৫.৭৫ কোটি টাকার বিনিময়ে লখনউ সুপার জায়ান্টসের হয়ে দারুণ পারফরম্যান্স দিয়েছিলেন। ফ্রাঞ্চাইজির হয়ে ৪৫১ রান করেছিলেন। লখনউ টুর্নামেন্ট শেষ করে চতুর্থ স্থানে।
এরপর ভারতীয় দলের হয়ে টপ অর্ডারে ব্যাট করার সুযোগ পান। এবছর আয়ারল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে টি ২০ তে সেঞ্চুরি করার নজির গড়েছিলেন তিনি। তবে বিরাট কোহলি থাকায় তিন নম্বরে ব্যাট করে যাওয়া সম্ভব হয়নি তার পক্ষে। (IND vs NZ 2022)
মঙ্গলবার নেপিয়ারে ম্যাকলিন পার্কে চলতি ভারত-নিউজিল্যান্ড টি ২০ সিরিজের (IND vs NZ 2022) তৃতীয় ম্যাচ খেলবেন হুডা। তিনি বলেছেন,
“আমি ব্যাটিং অলরাউন্ডার। রান করাটা আমার জন্যে খুবই গুরুত্বপূর্ণ, বোলিং নিয়েও পরিশ্রম করি, যাতে প্রয়োজনে দলের কাজে লাগতে পারি। অভিষেকের পর অলরাউন্ডার হিসেবে খেলে আসছি। গত তিন মাস নিজের বোলিং নিয়ে পরিশ্রম করেছি, সে দলে থাকি বা না থাকি।”
এরপর হুডাকে যখন তার পছন্দের ব্যাটিং পজিশন নিয়ে জানতে চাওয়া হয়, তিনি বলেন,
“আমি ৫ নম্বরে ব্যাট করতে চাই।তিন নম্বরে একজন কিংবদন্তি ব্যাট করে। আমি সত্যিটা মেনে নিতে হবে, ওই পজিশনে খেলার কখনও সুযোগ পাবো না।” – এখানে কোহলির কথা বলেছেন হুডা।
এখনও অবধি দেশের হয়ে খেলা ১১ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে ৩ নম্বরে ব্যাট করেছেন হুডা, ৪৯ গড়ে ১৬৬.১০ স্ট্রাইক রেটে। ২০২২ সালের এশিয়া কাপে অলরাউন্ডার হিসেবে খেলেছিলেন তিনি, তাকে অলরাউন্ডার হিসেবে খেলানোর কথা চিন্তা ভাবনা করছে টিম ম্যানেজমেন্ট ভবিষ্যতে বোলিং পছন্দ বাড়ানোর জন্য।
লোয়ার অর্ডারে ব্যাটিং করার পর থেকে সেরকম রান করতে পারছেন না হুডা। শেষ কোনও ম্যাচে তিরিশের উপর রান করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে।
বারবার ব্যাটিং অর্ডার বদলে ফেলায় তার খেলায় কোনও প্রভাব ফেলছে কি ? সেটা জানতে চাওয়া হল এই ভারতের অলরাউন্ডার বলেন,
“৫-৬ নম্বরে ব্যাট করতে নেমে ধাতস্থ হতে সময় লাগে মাঝেমধ্যে। আমি এর আগেও এই ভূমিকা পালন করেছি। ম্যাচের পরিস্থিতি বুঝে খেলার চেষ্টা করি।”
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : তৃতীয় টি টোয়েন্টি’তে ওপেনার পন্তের নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ, মত ভারত তারকার