শুক্রবার ওয়েলিংটনে সিরিজের (IND vs NZ 2022) প্রথম টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত – নিউজিল্যান্ড। সদ্য দুই দেশ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ হেরেছিলা। তাই দুই দল চাইবে বিশ্বকাপের রেশ কাটিয়ে এখন নতুন ভাবে শুরু করতে। টি ২০ সিরিজের পর ওয়ানডে সিরিজে খেলবে ভারত – নিউজিল্যান্ড।
এই সিরিজের (IND vs NZ 2022) জন্যে একেবারে যুব শক্তি নির্ভর দল ঘোষণা করেছে ভারত। বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত, কোহলি, রাহুল, কার্তিক, অশ্বিন, শামি’দের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের। টি ২০ সিরিজে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে খেলবে ভারত, সহ অধিনায়ক ঋষভ পন্ত।
অভিজ্ঞ ক্রিকেটারেদের বাদ দিলেও, কিষাণ, শ্রেয়স, সঞ্জু, শুভমান, সুন্দর, সিরাজ’রা কিন্তু ইতিমধ্যে দেশের জার্সি গায়ে প্রমাণিত করেছে।
আসা যাক নিউজিল্যান্ডের প্রসঙ্গে, কিউয়ি শিবির বেশ শক্তিশালী দল ঘোষণা করেছে। বাদ পড়েছেন মার্টিন গুপ্টিল, ট্রেন্ট বোল্টের মতো অভিজ্ঞ ক্রিকেটারেরা। নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ টি ২০ রান সংগ্রাহক গুপ্টিল বাদ পড়েছেন, তিনি টি ২০ বিশ্বকাপের একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি।

IND vs NZ 2022 : Will rain play spoilsport in Wellington ? Check latest weather forecast
দুই দলেই আগুনে ক্রিকেটারের অভাব নেই। তাই স্কাই স্টেডিয়ামে প্রথম ম্যাচ ঘিরে বর্ষার কাঁটা ঘিরে। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে শুক্রবার প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যা খেলায় প্রভাব ফেলতে পারে। (IND vs NZ 2022)
আরও পড়ুনঃ IPL 2023 : পুনরায় পাঞ্জাব কিংসের ব্যাটিং কোচের দায়িত্বে আসলেন ওয়াসিম জাফর
Just 1️⃣ sleep away from the first #NZvIND T20I ⏳#TeamIndia pic.twitter.com/qiJXEAlG43
— BCCI (@BCCI) November 17, 2022
AccuWeather অনুযায়ী খেলার শুরুকালীণ ৮১ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যেহেতু গোটা সন্ধ্যায় বৃষ্টির আনাগোনা রয়েছে, তাই গোটা ৪০ ওভার খেলার সম্ভাবনা কম। এমনকি খেলা শুরু হতেই দেড়ি হতে পারে।
স্কাই স্টেডিয়ামের উইকেট ব্যাটিং করার জন্য আদর্শ। তাই পুরো ম্যাচ খেলা হলে, ফ্যানেরা বেশ কিছু আগুনে। ব্যাটিং পারফরম্যান্স দেখার আশা রাখতেই পারেন।
India Squad for NZ T20Is:
Hardik Pandya (C), Rishabh Pant (vc & wk), Shubman Gill, Ishan Kishan, Deepak Hooda, Surya Kumar Yadav, Shreyas Iyer, Sanju Samson (wk), W Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Arshdeep Singh, Harshal Patel, Mohd. Siraj, Bhuvneshwar Kumar, Umran Malik.
New Zealand T20I squad:
Kane Williamson (c), Finn Allen, Michael Bracewell, Devon Conway, Lockie Ferguson, Daryl Mitchell, Adam Milne, Jimmy Neesham, Glenn Phillips, Mitchell Santner, Ish Sodhi, Tim Southee, Blair Tickner.