
নিউজিল্যান্ডের (IND vs NZ 2022) বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে খেলাকালীণ কোনও সাহসী ক্রিকেট খেলার চেষ্টা করেননি শ্রেয়স আইয়ার এবং সঞ্জু স্যামসন। এমনটাই মনে করেন সাবা করিম। ৩০৬ রান তাড়া করতে নেমে ১৭ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড।
That's that from the 1st ODI.
— BCCI (@BCCI) November 25, 2022
New Zealand win by 7 wickets, lead the series 1-0.
Scorecard – https://t.co/JLodolycUc #NZvIND pic.twitter.com/HEtWL04inV
সাবা করিম দাবি করেন ইনিংস খেলাকালীণ দলে নিজেদের জায়গা বাচানোর চেষ্টা করার ইনিংস খেলছিলেন শ্রেয়স আইয়ার এবং সঞ্জু স্যামসন। এমন ক্রিকেটারদের দলে জায়গা থাকার নিরাপত্তার আশ্বাস দেওয়ার প্রয়োজন আছে বলেই মনে করেন করিম। ‘India News Sports’ এর আলোচনায় করিম বলেছেন,
“সঞ্জু স্যামসন এবং শ্রেয়স আইয়ার এখন দলে জায়গা পাকা করার চেষ্টায় আছে। এই কারণে সাহসী ক্রিকেট’টা খেলতে পারছেন না দুজনে। আসলে এখনকার ক্রিকেটারেরা দলে নিজেদের স্থান ধরে রাখার ব্যাপারে নিরাপত্তাহীনতায় ভোগেন। তাদের আত্মবিশ্বাস জোগানোর প্রয়োজন আছে। (IND vs NZ 2022)
আরও পড়ুনঃ Jasprit Bumrah : জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দ্রুত সেরে উঠছেন বুমরাহ, শেয়ার করলেন ভিডিও
আসলে যখন ওদের মধ্যে কোনও ভয় কাজ করেনা, তখন ওদের খেলার ধরন বদলে যায়। যখন খেলাটা নিজেদের কেরিয়ার বাচানোর জন্যে, তখন জেতার তাগিদ দেখার অভাব দেখা যায়, সেলফিস ক্রিকেট খেলার প্রবণতা প্রকট হয়ে ওঠে।”
Lots to improve upon. See you Sunday 🇮🇳 pic.twitter.com/Knjfs2lGPX
— Shreyas Iyer (@ShreyasIyer15) November 25, 2022
ম্যাচে ‘মেন ইন ব্লু’র তরফে সর্বোচ্চ রানের ইনিংসটা খেলেছিলেন শ্রেয়স আইয়ার। ডান হাতি এই ব্যাটার খেলেন ৭৫ বলে ৮০ রানের ইনিংস। স্যামসন ৩৮ বলে ৩৮ রান করেছিলেন। পঞ্চম উইকেটে জুঁটিতে ৯৪ রান জোড়েন দুজনে।