IND vs NZ 2022 – ঋষভ পন্তকে সোশ্যাল মিডিয়ায় এতো বিরাট পরিমাণে সমালোচনা হতে দেখে বিস্মিত ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া। টি টোয়েন্টি ক্রিকেটে জাতীয় দলের জার্সি গায়ে ঋষভ পন্তের অধারাবাহিকতা ভীষণ চোখে পড়ে, তবে ওডিআই তে সে বেশ সাবলীল।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের (IND vs NZ 2022) প্রথম ওডিআই ম্যাচে ২৩ বলে মাত্র ১৫ রান করে আউট হয়ে যান ঋষভ পন্ত। এরপর ফ্যানেরা দলে তার জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলো। আকাশ চোপড়া অবাক হচ্ছেন পন্তকে দেখে, এই পন্ত’ই ঠিক এর আগের ওডিআই’তে ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন।
নিজের YouTube চ্যানেলের ভিডিওতে ঋষভ’কে কটুক্তি করা ফ্যানেদের চরম সমালোচনা করেছেন আকাশ, বলেছেন,
“ঋষভ পন্ত ব্যর্থ হলেই প্রথম একাদশে তার জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তোলে সকলে। আমার মনে হয় যতোদিন না প্রতি ম্যাচে রান তোলা থামাচ্ছে না পন্ত, ততদিন এটা জারি থাকবে।”
ফিনিশার হিসেবে ওডিআই দলে ধারাবাহিক ভাবে রান করে যাচ্ছেন সঞ্জু স্যামসন। ভিডিও’তে তার কথাও বলেছেন আকাশ। স্যামসন ৩৬ রানের ইনিংস খেলেছিলেন এদিন, এরফলে অপর প্রান্তে শ্রেয়স আইয়ার মুক্ত মনে খেলতে পারছিলেন। এব্যাপারে আকাশ চোপড়ার ব্যক্তব্য,
“শ্রেয়স আইয়ারের সাথে পার্টনারশিপ জোড়া কালীণ ভালো ব্যাটিং করেছেন সঞ্জু স্যামসন। সুযোগ পেলে সকলেরই বড়ো রান করার ব্যাপারে ভাবনা চিন্তা করাই উচিত। গত কয়েক মাস ধরে ওর পরিসংখ্যান বেশ ভালো।”
আরও পড়ুনঃ India VS Bangladesh 2022 : বাংলাদেশ সফরের আগে ব্যাটে শান দেওয়া শুরু করলেন রোহিত শর্মা
রোববার হ্যামিলটনে সিরিজের (IND vs NZ 2022) দ্বিতীয় ওডিআই ম্যাচে ভারতীয় দলে একটি বদল দেখতে চান আকাশ চোপড়া। প্রথম ওডিআই ম্যাচে পাঁচ বোলার নিয়ে খেলেছিলো ভারত, দ্বিতীয় ম্যাচে এব্যাপারে চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে বলেই মনে করেন আকাশ। তার বক্তব্য,
“ভারতের ছয় নম্বর বোলারের প্রয়োজন আছে। তাই দ্বিতীয় ম্যাচে সঞ্জু কে কিপিং করতে পাঠিয়ে পন্তের জায়গায় হুডা’কে দলে নিতে পারে। এছাড়া কুলচা (কুলদীপ যাদব -যুজবেন্দ্র চাহাল) জুঁটিকেও ফেরাতে পারে।”
The amount of hate Rishabh Pant gets on this platform is unreal… 🤷♂️
— Aakash Chopra (@cricketaakash) November 25, 2022
India’s Squad for New Zealand ODIs : (IND vs NZ 2022)
Shikhar Dhawan (C), Shubman Gill, Deepak Hooda, Suryakumar Yadav, Shreyas Iyer, Rishabh Pant (VC and WK), Sanju Samson (WK), Washington Sundar, Shardul Thakur, Shahbaz Ahmed, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Arshdeep Singh, Deepak Chahar, Kuldeep Sen, Umran Malik.
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : ঠাসা ক্রীড়াসূচী ক্রিকেট খেলার মানে প্রভাব ফেলছে, মত সাবা করিমের