
IND vs NZ 2022 – ভারতীয় টিম ম্যানেজমেন্ট’কে উমরান মালিক’কে আরও বেশি করে সুযোগ দেওয়ার পরামর্শ দিলো বিরাট কোহলির ছোটোবেলার কোচ রাজকুমার শর্মা। এইমুহুর্তে উমরান’কে ভারতের অন্যতম সেরা পেসার বলেছেন রাজকুমার।
গত শুক্রবার অকল্যান্ডে নিউজিল্যান্ডের (IND vs NZ 2022) বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ওডিআই অভিষেক করেন উমরান। দশ ওভার বোলিং করে ৬৬ রান দিয়ে ২ উইকেট নেন তিনি, তার এদিনের শিকার ডেভন কনওয়ে এবং ড্যারিল মিচেল।
রাজকুমার উমরান মালিক’কে ভারতের পেস বোলিং বিভাগের ভবিষ্যৎ বলে মনে করেন। India News এর আলোচনা চলাকালীন ভারতীয় টিম ম্যানেজমেন্টের উদ্দেশ্যে তিনি বলেন,
“আমি ভারতীয় টিম ম্যানেজমেন্ট পরামর্শ দেবো উমরান মালিকের যত্ন নেওয়ার। উমরানের অসামান্য প্রতিভা। দেড়শো কিমির বেগে নিয়মিত বোলিং করতে পারে। ফাস্টবোলার’দের চেনার খুব প্রয়োজন, এইমুহুর্তে স্পিড ওয়াইজ সেরা পেসার উমরান মালিক।ওকে গ্রুম করার পরামর্শ, পাশাপাশি খেলানোর ভরসা দিতে হবে। কিছু রান হজম করলেই তার বলের গতিবেগ করে দেওয়ার পরামর্শ দেওয়া উচিত হবে না।”
আরও পড়ুন : RutuRaj Gaikwad : সতীর্থের সাথে ম্যাচের সেরা পুরস্কার ভাগ করে নিলেন রুতরাজ গায়কোয়াড়
নিউজিল্যান্ডের (IND vs NZ 2022) বিরুদ্ধে ওডিআই খেলার আগে তিনটে টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলো উমরান। দুটো উইকেট নিয়েছিলেন ৫৬ গড়ে, ১২.৪৪ স্ট্রাইক রেটে।
Always a proud moment to represent your country 🇮🇳
— Umran Malik (@umran_malik_01) November 25, 2022
And ODI debut is one such moment. #TeamIndia pic.twitter.com/rD1zBySToA
এখনকার ভারতীয় ফাস্টবোলার’দের ফিটনেস দেখে ভীষণ চিন্তিত প্রাক্তন অলরাউন্ডার রিতিন্দর সোধি। (IND vs NZ 2022) তারা একেবারেই নিজেদের ফিটনেস মেনটেন করেন না বলেই দাবি করেছেন তিনি। টি টোয়েন্টি ম্যাচে মাত্র ৪ ওভার বোলিং করে কোনও বোলার কে চোট পেতে দেখে অবাক লাগে তার। বলেছেন,
“আগেকার ভারতীয় বোলার টেস্ট ম্যাচের একদিনে ২০ ওভার বোলিং করতো অন্তত। কিন্তু এখন যখন কোনও বোলার টি ২০ ম্যাচে বোলিং করার সময় ৪ ওভার বোলিং করে চোট পান, তখন তার ফিটনেস নিয়ে প্রশ্ন তো উঠবেই। সিরাজ হোক বা কৃষ্ণা, যদি নিগেল হয়, তাহলে নিজের খেয়াল রাখা ভীষণ জরুরি।”
আরও পড়ুন : FIFA World Cup 2022 : কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গেলো ব্রাজিল, পর্তুগাল