শুক্রবার অকল্যান্ডে নিউজিল্যান্ডের (IND vs NZ 2022) বিরুদ্ধে ওয়ানডে অভিষেক করলেন উমরান মালিক। অভিষেক ম্যাচে ডেভন কনওয়ের উইকেট তুলে নিয়েছেন উমরান।
এদিন টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান কেন উইলিয়ামসন। জবাবে দারুণ ব্যাট করে ৭ উইকেটে ৩০৬ রান তোলে ভারত। (IND vs NZ 2022)
পরে রান তাড়া করতে নেমে ১৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৬৮ রান তোলে নিউজিল্যান্ড। এরপর দ্বিতীয় পার্টনারশিপে ভাঙন ধরান উমরান। তুলে নেন ৪২ বলে ২৪ রান করা ডেভন কনওয়ের উইকেট, ওই সময় ৩৩ রান জুড়ে ফেলেছিলেন কনওয়ে নিউজিল্যান্ডের অধিনায়ক। (IND vs NZ 2022)
we have a feeling we're going to be fans of Umran Malik a while! 💯#NZvINDonPrime #CricketOnPrime pic.twitter.com/3SHw4ZUjBm
— prime video IN (@PrimeVideoIN) November 25, 2022
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : যোগ্য সন্মান কখনো পাননি ধাওয়ান, বললেন প্রাক্তন ভারত কোচ রবি শাস্ত্রী
টসের সময় ভারত অধিনায়ক শিখর ধাওয়ান বলেন, (IND vs NZ 2022)
“আজ অর্শদীপ সিং এবং উমরান মালিক অভিষেক করছে। যুব তারকা’দের পারফর্মের মধ্যে দিয়ে নিজেদের প্রতিভা তুলে ধরার দারুণ সুযোগ এটা।”
মেন ইন ব্লু’র হয়ে দেশের হয়ে তিনটে টি ২০ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন উমরান, নিয়েছে বেশ কিছু উইকেট। চলতি নিউজিল্যান্ড সফরের (IND vs NZ 2022) টি টোয়েন্টি সিরিজের দলে ছিলেন তিনি, কিন্তু একটিও ম্যাচে খেলার সুযোগ পাননি।
দেড়শো কিমি বেগে নিয়মিত বোলিং করতে পারেন উমরান। গত মরশুমের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ১৪ ম্যাচে ২২ উইকেট নেন।
এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দারুণ ছন্দে ছিলেন উমরান। নিয়েছেন ৮ উইকেট, এরমধ্যে একটি ম্যাচে ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন। নিউজিল্যান্ডের পেস নির্ভর পিচে তিনি কেমন ফায়দা তোলেন এখন সেটাই দেখার বিষয়।
রোহিত শর্মা, কে এল রাহুল নিউজিল্যান্ড সফরে না খেলায় শিখর ধাওয়ান নেতৃত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের বিরূদ্ধে ওডিআই সিরিজে। ইতিমধ্যে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে নিউজিল্যান্ডে টি টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত।
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : কাতার বিশ্বকাপ শেষ নেইমারের ? জবাব দিলেন ব্রাজিল কোচ তিতে