IND vs NZ 2022 : তৃতীয় টি টোয়েন্টি’তে ওপেনার পন্তের নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ, মত ভারত তারকার

0
13
IND vs NZ 2022 : Third T20 is opener Pant's last chance to prove himself, says India star
IND vs NZ 2022 : Third T20 is opener Pant's last chance to prove himself, says India star

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি ২০ (IND vs NZ 2022) ম‍্যাচই শেষ সুযোগ ঋষভ পন্তের কাছে টি ২০ ওপেনার হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য। এমনটাই মনে করেন প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া। মঙ্গলবার নেপিয়ারের চলতি টি টোয়েন্টি সিরিজের শেষ ম‍্যাচে খেলতে নামছে ভারত-নিউজিল্যান্ড। ইতিমধ্যে মাউন্ট মানগানুইতে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম‍্যাচে জিতে ১-০ ব‍্যবধানে এগিয়ে গেছে ভারত।

ওয়েলিংটনে সিরিজের (IND vs NZ 2022) প্রথম টি ২০ ম‍্যাচ ভেস্তে গেছিলো বৃষ্টির জন্য। নিজের ইউটিউব চ‍্যানেলের ভিডিওতে আকাশ চোপড়া টপ অর্ডারে ঋষভ পন্তের খেলা নিয়ে আলোচনা করেছেন, তিনি বলেছেন,

“এই ম‍্যাচ (নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি ২০) ঋষভ পন্তের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ‌। ওকে ওপেনার হিসেবে খেলানোর চেষ্টা চলছে কারণ ও ভালো ক্রিকেটার। হয়তো রোহিত শর্মার মতো পন্ত’ও নিজেকে প্রমাণ করবে ওপেনার হিসেবে। আচ্ছা আমরা কি চাইছি পন্ত কে ওপেনার হিসেবে খেলতে দেখতে, নাকি আমাদের কে বোঝানোর চেষ্টা চলছে পন্ত ভালো ওপেনার হতে পারে ? আমার কাছে এই প্রশ্নের জবাব নেই।”

আরও পড়ুনঃ Ravindra Jadeja : ধোনিকে রবীন্দ্র জাদেজার উপর বিশেষ নজর রাখতে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আকাশ চান সিরিজের (IND vs NZ 2022) তৃতীয় টি টোয়েন্টি ম‍্যাচে একটু আগ্রাসী মেজাজে ব‍্যাট করুক ইশান কিষাণ, প্রাক্তন ভারত ওপেনার বলেছেন,

“ইশান ভালো ব‍্যাটিং করছে, কিন্তু দেড়শোর কাছাকাছি স্ট্রাইক রেট থাকছেনা। অবশ্য পরিস্থিতি অনুকূল ছিলো না ওদিন। তৃতীয় ম‍্যাচে ব‍্যাট করাটা সহজ হতে পারে। সেই সুযোগে ভারত চাইবে দ্রুত গতিতে রান তুলতে।”

সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম‍্যাচে (IND vs NZ 2022) ১৩ বল খেলে ৬ রান করে আউট হন। ৩১ বলে ৩৬ রান করে আউট হন ইশান কিষাণ।

আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : সৌদি আরবের বিরুদ্ধে খেলতে নামার সাথে সাথেই মারাদোনা’কে টপকে যাবেন মেসি