
IND vs NZ 2022 – এবছর টি ২০ বিশ্বকাপে খুব বিশ্রী ফিল্ডিং করেছিল ভারতীয় দল। সেটাও অনেকটা রোহিতদের টি ২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে ভূমিকা পালন করেছে। সুনীল গাভাস্কারের মতে ভারতীয় দলের ভালো ফিল্ডারদের প্রয়োজন, যারা বাউন্ডারি আটকাবেন প্রয়োজনে, ক্যাচ নেবেন, রান আউটের সুযোগ হাতছাড়া করবেনা। ভবিষ্যতে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে করা ভুল যাতে না হয়। তার জন্যে এদিকে নজরদারির প্রয়োজন আছে বলেই মত সুনীলের।
Mid day তে নিজের ব্যক্তিগত কলামে সুনীল গাভাস্কার লিখেছেন,
“টি ২০ বিশ্বকাপে খেলাকালীণ ভারত একটা বিষয় টের পেয়েছে, এই ফর্ম্যাটে সাফল্য পেতে হলে ভালো ফিল্ডিংয়ের বিকল্প নেই কোনও।”
তিনি আরো বলেন,
“বিশ্বের প্রতিটি দলের টপ ব্যাটসম্যান, বিস্ফোরক ফিনিশার এবং স্কিলফুল বোলারের প্রয়োজন। যারা বিপক্ষ দলের সৃষ্টি করা চাপ সামাল দেবে। যে দলের কাছে ভালো ফিল্ডার নেই, যারা বাউন্ডারি আটকাবে, অসাধারণ ক্যাচ নেবে, দুর্দান্ত রান আউট করতে পারবে, সেই সব টিম কঠিন ম্যাচে ভুগবে।”
আরও পড়ুনঃ David Warner : টেস্টে থেকে অবসর নিচ্ছেন ডেভিড ওয়ার্নার
India fielding vs England😃😂😀😀😂😃 pic.twitter.com/MS9Wr1KY86
— Muhammad Muzmmail49 (@Muzmmail3013) November 12, 2022
হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে নিউজিল্যান্ডে টি ২০ সিরিজ খেলবে ভারত। আগামী ১৮ ই নভেম্বর, শুক্রবার ওয়েলিংটনে সিরিজের প্রথম টি ২০ ম্যাচে মুখোমুখি হবে ভারত – নিউজিল্যান্ড। এরপর ২০ শে নভেম্বর মাউন্ট মাউনগানুইতে খেলা হবে দ্বিতীয় টি ২০ ম্যাচ। সিরিজের শেষ টি ২০ ম্যাচ ২২ শে নভেম্বর নেপিয়ারে খেলা হবে। (IND vs NZ 2022)
Squad for NZ T20Is : (IND vs NZ 2022)
Hardik Pandya (C), Rishabh Pant (vc & wk), Shubman Gill, Ishan Kishan, Deepak Hooda, Surya Kumar Yadav, Shreyas Iyer, Sanju Samson (wk), W Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Arshdeep Singh, Harshal Patel, Mohd. Siraj, Bhuvneshwar Kumar, Umran Malik.