IND vs NZ 2022 : ক্রাইস্টচার্চে ওডিআই সিরিজের সমতায় ফেরার লড়াই শুরু টিম ইন্ডিয়ার, দেখুন ছবি

0
59
IND vs NZ 2022 : Team India train hard in Christchurch to save ODI series against NZ
IND vs NZ 2022 : Team India train hard in Christchurch to save ODI series against NZ

ওডিআই সিরিজের (IND vs NZ 2022) তৃতীয় ওডিআই ম‍্যাচে খেলতে ক্রাইস্টচার্চে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। তার প্রাক্টিস শুরু করে দিলো ভারতীয় দল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

প্রসঙ্গত, সিরিজের প্রথম ওডিআই ম‍্যাচে ভারত’কে ৭ উইকেটে হারিয়ে দেয় নিউজিল্যান্ড। কিউয়িরা ১-০ ব‍্যবধানে এগিয়ে যায় সিরিজে। ৫০ ওভার শেষে ৭ উইকেটে ৩০৬ রান তোলে ভারত, হাফ সেঞ্চুরি করেন শ্রেয়স আইয়ার (৮০), শিখর ধাওয়ান (৭২) এবং শুভমান গিল (৫০)। নিউজিল্যান্ডের তরফে তিনটি করে উইকেট নেন লকি ফার্গুসন এবং টিম সাউদি।

ভারতের দেওয়া ৩০৭ রান তাড়া ক‍রতে নেমে একটা সময় নিউজিল্যান্ডের স্কোর হয়ে দাড়িয়েছিলো ৩ উইকেটে ৮৮ রান। এরপর চতুর্থ উইকেটে টম ল‍্যাথাম (১৪৫*) এবং নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন (৯৪*) ২২১ রান জুড়ে ম‍্যাচ বের করেন। ভারতের তরফে অভিষেক ম‍্যাচে ২ উইকেট নেন উমরান মালিক। (IND vs NZ 2022)

আরও পড়ুন : IND vs NZ 2022 : উমরান’কে ভারতের সেরা পেসার বললেন কোহলি’র ছোটোবেলার কোচ

এর আগে টি টোয়েন্টি সিরিজে ১-০ ব‍্যবধানে জিতেছিলো ভারত। সিরিজের প্রথম ম‍্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেছিলো। এরপর দ্বিতীয় ম‍্যাচ ৬৫ রানে জিতেছিলো ভারত, সেঞ্চুরি করেছিলেন সূর্য কুমার যাদব (১১১), ৪ উইকেট নেন দীপক হুডা। তৃতীয় টি টোয়েন্টি বর্ষার জেরে ভেস্তে গেছিলো, ম‍্যাচে ১৬১ রানতাড়া করতে নেমে একটা সময় ভারতের স্কোর ছিলো ৪ উইকেটে ৭৫ রান, ৯ ওভার শেষে।

আরও পড়ুন : RutuRaj Gaikwad : সতীর্থের সাথে ম‍্যাচের সেরা পুরস্কার ভাগ করে নিলেন রুতরাজ গায়কোয়াড়